আমাদের কথা খুঁজে নিন

   

সারাদেশে গ্রামীণ ফোন 3g স্পীড হ্যাক । (Android Root User)

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । 3g -র কথা এখন সবার মুখে মুখে । হয়ত আপনিও এর স্বাদ গ্রহণের প্রত্যাশায় আছেন ! কিন্তু 2g সিম/ ইন্টারনেট প্যাকেজ দিয়ে আপনি আজ 3g স্পীড উপভোগ করতে পারবেন । জানি এতক্ষণে আপনারা আমাকে পাগল ভাবছেন ।

ভাবুন ! আমার কথা সত্য । আপনি ফ্রি নেট ব্যবহার করেন কিংবা টাকা দিয়ে নেট ব্যবহার করেন , যেটাই করুন না কেন আপনি 3g স্পীড উপভোগ করতে পারবেন । ডাউনলোড এর ক্ষেত্রে গ্যারান্টি দিতে পারব না , তবে ব্রাউজিং এ ১০০% গ্যারান্টি । এর জন্য আপনার দরকার একটি Android Phone যা Root করা আছে । আপনি যদি Root কথাটির সাথে পরিচিত না থাকেন , তাহলে এই পদ্ধতি ব্যবহার করবেন না ।

আর ভাল কথা - আপনার ফোনের কোনরকম ক্ষতির জন্য আমি বা টেকটিউনস দায়ী থাকবে না । তাই নিজ দায়িত্বে এই পদ্ধতি ব্যবহার করবেন । শুরু করা যাক । কাজটি করার সময় যতবার su permission চাইবে , allow করবেন ।
১।

প্রথমে Busybox ইন্সটল দিন । ওপেন করে পুনরায় /system/bin এ ইন্সটল দিন । (ডাউনলোড -এখানে ) ২। 3GTurboCharger.sh.pdf ফাইলটি ডাউনলোড করে SD কার্ডে রাখুন । (ডাউনলোড -এখানে ) ৩।

scriptmanager ইন্সটল দিন । (ডাউনলোড -এখানে ) ৪। scriptmanager ওপেন করুন । su icon এ ক্লিক করুন ।
৫।

এবার SD কার্ডে রাখা 3GTurboCharger.sh.pdf ফাইলটি দেখিয়ে দিন ।
৬। run এ ক্লিক করুন । functions running হবে । দেখুন ৪ নং Fastest option দেখাচ্ছে ।

আপনি এটি সিলেক্ট করবেন । তাই সব শেষে Please enter option [1-13] এর ডান পাশে ক্লিক করুন । কীবোর্ড ওপেন হবে । 4 টাইপ করে enter/go এ ক্লিক করুন । functions লোড হবে ।

Fastest setting installed ম্যাসেজ দেখাবে ।
৭। আবার সব শেষে Please enter option [1-13] এর ডান পাশে ক্লিক করুন । কীবোর্ড ওপেন হবে । 12 টাইপ করে enter/go এ ক্লিক করুন ।

ফোন Restart নিবে ।
৮। 3g/4g speed optimizer ইন্সটল দিন । (ডাউনলোড -এখানে ) ৯। 3g/4g speed optimizer ওপেন করুন ।

select network speed এ 12/28/7- max speed সিলেক্ট করুন এবং download speed increase (slow upload) সিলেক্ট করুন । এবার apply tweaks এ ক্লিক করুন । ফোন Restart দিন ।

১০। 3g/4g speed optimizer আবার ওপেন করুন ।

এবার দেখুন Tweak is Already Installed - এ current set - 12/28/7 – download First আছে কিনা । যদি কোন কারনে না থাকে তাহলে আপনাকে পুরো কাজটা আবার শুরু থেকে করতে হবে । আর যদি Tweak is Already Installed - এ current set - 12/28/7 – download First দেখায় তাহলে আপনি সফল । এখন নেট ব্রাউজ করুন । আর 3g স্পীড উপভোগ করুন ।


সবাই ভাল থাকবেন ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.