ছোটখাটো একটা চাকরী নিয়ে ঢাকার বাইরে পড়ে আছি। যে বিল্ডিং এর একটা ফ্লোর ভাড়া নিয়ে আমাদের অফিস তার মালিক দেশের প্রধান একটি রাজনৈতিক দলের প্রভাবশালী সদস্য। শুনেছি একবার তিনি এই অফিসের কাছেই রাস্তার ওপর দিনের বেলায় এক একজনকে জবাই করেছিলেন।
এই বিল্ডিং এ অনেকদিন ধরে অফিস থাকার কারনে আমার বসের সাথে ওনার সম্পর্ক ভালো। মাঝে মাঝে তিনি অফিসে এসে বসের সাথে কিছুক্ষন গল্প করে যান।
আর উনি আসলে আমি অবাক হয়ে লোকটাকে দেখি। রাশভারী চেহারা ওনার। দেখতে খুব ভালো হয়তো না তবে হাসিটা সুন্দর, হাসলে খুব সরল দেখায়।
আমি আর দশজন মানুষের সাথে তার কোনো পার্থক্য দেখিনা। বুঝতে পারিনা কিভাবে একজন মানুষ এতো ভয়ানক একটা কাজ করতে পারে।
অবাক হয়ে তাকিয়ে থাকি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।