আমাদের কথা খুঁজে নিন

   

ফিরেই ভারতকে জেতালেন যুবরাজ

জাতীয় দলে প্রত্যাবর্তন দারুণভাবে উদযাপন করলেন যুবরাজ সিং। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের তিনি তুলোধুনো করলেন ব্যাট হাতে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত।

রাজকোটে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। ভুবনেশ্বর কুমার ও বিনয় কুমার বল হাতে দারুণ অবদান রাখলেও অস্ট্রেলিয়া বড় সংগ্রহ করতে সফল হয়।

মূলত ওপেনার অ্যারন ফিঞ্চের ৫২ বলে ৮৯ রানের সুবাদে স্বাগতিকদের ২০১ রানের বড় লক্ষ দেয় অসিরা।

লক্ষ্যে নেমে শিখর ধাওয়ানের ১৯ বলে ৩২ রানের ইনিংস দলকে জয়ের পথে রেখেছিল। বিরাট কোহলি খেলেন ২২ বলে ২৯ রানের ইনিংস। তবে কঠিন জয়কে সহজ করে দেন যুবরাজ। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান এই ব্যাটিং তারকা।

৩৫ বলে আট চার ও পাঁচ ছয়ে ৭৭ রানে অপরাজিত থাকেন যুবরাজ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.