আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় রোমান্টিক সিনেমার লিস্টে যোগ হওয়া ৩টি সিনেমা।

© এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের। তাই লেখকের অনুমতি ব্যতীত অন্য কোন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যবহার না করার অনুরোধ রইল...
গত কয়েক দিনে ৩ টা সিনেমা দেখলাম। ৩টা সিনেমাই আমার দেখা সেরা রোমান্টিক সিনেমার লিস্টে জায়গায় করে নিলো। সিনেমার গল্প অতি সাধারণ। বড় মাপরে কোনো স্টার নেই, নেই আহামরি কোনো লোকেশন।

সব কিছুই খুব সাধারণ। কিন্তু, এই সাধারণের মধ্যেও কি জানি আছে, যা এগুলোকে অসাধারণ করে তুলেছে। সিনেমাগুলো আগে কেন যে দেখি নাই। ট্রেইলার দেখে ভেবেছিলাম, হয়তো খালি বকবক করা সিনেমা। যারা বেশি ডায়লগের সিনেমা দেখতে ভালো লাগে না, তাদের কেমন লাগবে জানি না।

৩ টা সিনেমাতেই বেশির ভাগ দৃশ্যে নায়ক-নায়িকা কে দেখা যায়, হাটতে হাটতে গল্প করছে। যদি , একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। রিলিজ হয় ১৯৯৫ সালে। এরপরে ২০০৪ এবং ২০১৩ সালে রিলিজ হয় আরো দুটি সিনেমা। প্রথম সিনেমাতে ট্রেনে পাশাপাশি ভ্রমণরত দুইজন ছেলে এবং মেয়ের মধ্যে কিভাবে পরিচয় হয় এবং কিভাবে তাদের মধ্যে এক রাতের অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে, এছাড়া, তাদের ভিয়েনা ভ্রমণ ,এইসব দেখানো হয়।

সিনেমার শেষে এসে মনে হবে এরপর কি তাদের আবার দেখা হবে? পরের সিনেমাটিতে দেখানো হয় বেশ কয়েক বছর পর, আবার তাদের দেখা হয়েছে। দুজনই নিজের কর্মজীবনে প্রবেশ করে গেছে। ছেলেটি বিয়ে করেছে, একটি ছেলে আছে। মেয়েটিরও বয়ফ্রেন্ড আছে। এবার তাদের দেখা হয় প্যারিসে।

এই সিনেমার শেষে একটা টুইস্ট আছে,যেটা শেষ সিনেমাটা না দেখলে বুঝবেন না। সিনেমার শেষে পরিচালক একটা প্রশ্ন রেখে দেন। শেষ সিনেমাতে দেখানো হয় , এবার তারা গ্রীসে। ডিটেইলস কিছু লিখছি না। তাহলে এই পর্ব দেখে মজা পাবেন না।

মজার ব্যাপার হলো তিনটি সিনেমাই একদিনের ঘটনা দিয়েই শেষ,নামের মতোই। যুবক বয়সের চিন্তা-ধারণা, জীবন-যাপন কিভাবে সময়ের সাথে সাথে মধ্য বয়স্ক জীবনের টান পোড়েনে পরিবর্তিত হয়, সেটা খুব স্পষ্ট বোঝা যাবে। বয়স বাড়ার সাথে সাথে সম্পর্কের মধ্যেও এক ধরনের পরিবর্তন আসে। ১৮ বছর আগের একই মানুষ দুজন এবং বর্তমান সময়ের মানুষ দুজনের মধ্যে অনেক ফারাক। কিন্তু একটা জিনিসের কোনো পরিবর্তন হয় নি, দুজনই একে অপরকে এখনো ভালোবাসে।

Taglines: Before Sunrise: Can the greatest romance of your life last only one night? Before Sunset : What if you had a second chance with the one that got away? Before Midnight IMDB Download Before Sunset IMDB Download Before Sunrise IMDB Download ডাউনলোড লিংক দিয়ে দিয়ে দিলাম। দেখতে চাইলে, ডাউনলোড করে দেখুন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.