আমাদের কথা খুঁজে নিন

   

বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি পাপন

সকাল থেকেই শত শত লোকের উপস্থিতিতে সরগরম জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ার। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অনেক পথচারী বুঝতে পারছিলেন না, এত লোকের আনাগোনার কারণ। তাদের কেউ কেউ উৎসুক ছিলেন কারণ উদঘাটনে। ঘড়ির কাঁটায় যখন বেলা ১১টা, ঠিক তখনই একটি গাড়ি প্রবেশ করে টাওয়ারে। গাড়ি ঢুকতেই উপস্থিত জনতা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে।

উৎসাহীদের অনেকে আবার স্লোগানও তোলেন- 'পাপন ভাইয়ের দুই নয়ন, ক্রিকেটের উন্নয়ন', 'বিসিবির সভাপতি পাপন ভাইকে অভিনন্দন'। টাওয়ার জনারণ্যে পরিণত হওয়ার কারণ একটাই- গতকাল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম সভাপতি নির্বাচন। '৭২ সালে ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠার পর এই প্রথম সভাপতি পদে নির্বাচন হলো এবং নাজমুল হাসান পাপন হলেন প্রথম নির্বাচিত সভাপতি। সাবের হোসেন চৌধুরীর পর নাজমুল হাসান পর পর দুবার সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিবির। ৪১ বছরে বিসিবির ক্রিকেট ইতিহাসে ১৪ জন ১৬বার সভাপতি হয়েছেন।

১০ অক্টোবর ছিল বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। সেদিন ক্যাটাগরি 'এ' ও 'সি'র চারজন পরিচালক নির্বাচিত হন। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ১৯ পরিচালক। এনএসসির কোটায় তিন পরিচালক। এনএসসির কোটায় ছিলেন নাজমুল হাসান পাপনও।

গতকাল সভাপতি নির্বাচিত হওয়ায় তার জায়গাটি খালি হয়ে পড়ে। আগামী কয়েক দিনের মধ্যেই এ জায়গাটি পূরণ হবে। এ পদের জন্য গাজী আশরাফ হোসেন লিপু, শওকত আলী খান জাহাঙ্গীরের নাম শোনা যাচ্ছে। গতকাল সভাপতি নির্বাচনে কোনো প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পাপন। হজ করতে সৌদি আরব থাকায় সিলেট বিভাগের পরিচালক শফিউল আলম নাদেল ও আফজাল-উর-রহমান সিনহা উপস্থিত ছিলেন না গতকাল।

দেরিতে আসেন এনায়েত হোসেন সিরাজ।

গতকাল ছিল সভাপতি নির্বাচন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। ফলে বিসিবির নির্বাচনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবদুর রহমান। সমাপ্তি ঘোষণার আগে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান নির্বাচন কমিশনার, 'সুষ্ঠুভাবে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবাইকে ধন্যবাদ।

পরিচালনা পর্ষদের পর সভাপতি নির্বাচিত হওয়ায় বিসিবির নির্বাচনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করলাম। '

দেশের প্রথম নির্বাচিত সভাপতি হওয়ায় নাজমুল হাসান পাপন ধন্যবাদ জানান মিডিয়াসহ সবাইকে, 'বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সভাপতি নির্বাচিত হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনার, ক্লাব, প্রতিনিধি এবং মিডিয়াকে ধন্যবাদ। ' গাইডলাইন অনুযায়ী আইসিসির সদস্য প্রতিটি দেশের কমিটিকে হতে হবে নির্বাচিত। সে হিসেবে আইসিসি ৩০ জুনের মধ্যে নির্বাচন শেষ করার জন্য বলেছিল।

কিন্তু আইনি জটিলতার জন্য নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব হয়নি। নির্বাচনের জন্য আইসিসি সময় দিয়েছিল ১৭ অক্টোবর পর্যন্ত। ১৬-১৮ অক্টোবর লন্ডনে আইসিসির সভা। এ সভা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানান বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি, 'লন্ডনে আইসিসির যে সভা অনুষ্ঠিত হবে, তা শুধু বাংলাদেশ নয়, অন্য দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। সেখানে দেখা হবে কোন কোন দেশের নির্বাচিত সভাপতি রয়েছেন।

এ ছাড়া ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ভেন্যুগুলোও চূড়ান্ত হবে সভায়। সুতরাং সভাটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ' সভায় যোগ দিতে ১৬ অক্টোবর ঈদুল আজহার দিনে লন্ডন যাবেন পাপন।

এবারের পরিচালনা পর্ষদে রয়েছেন তিন সাবেক অধিনায়ক- আকরাম খান, বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন। এ ছাড়া রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও তরুণ পরিচালক।

এদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন পাপন, 'আকরাম, দুর্জয়, সুজনের মতো ক্রিকেটার এবং অভিজ্ঞ ও নতুন পরিচালক রয়েছেন। এদের নিয়ে আমরা আগামীকাল (আজ) সভা করব। এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে একটি পরিকল্পনা করব, যা আমাদের ক্রিকেটকে এগিয়ে নেবে সামনের দিকে। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.