আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানি ইতালির সঙ্গী কে

ব্রাজিল বিশ্বকাপের জন্য ইউরোপ অঞ্চল থেকে বাছাই পর্ব খেলে ইতোমধ্যেই উত্তীর্ণ হয়েছে ইতালি, নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম এবং সুইজারল্যান্ড। এ, বি, সি, ডি এবং ই গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। বাকি আছে আরও চারটি গ্রুপ। এ চার গ্রুপ থেকে ব্রাজিল যাচ্ছে কারা! আই গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আজ জিতলে কিংবা ড্র করলেও বিশ্বকাপ নিশ্চিত করবে। জর্জিয়ার সঙ্গে স্প্যানিয়ার্ডদের বড় ধরনের কোনো সমস্যা হওয়ার কথাও নয়।

আই গ্রুপে স্পেন ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এই গ্রুপে ফ্রান্স সমান ম্যাচে ১৪ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে আছে। অবশ্য সরাসরি বিশ্বকাপ খেলতে না পারলেও প্লে-অফ খেলার সুযোগ পাবে ফরাসিরা। এইচ গ্রুপে ইংলিশদেরও আজ জিততে হবে পোল্যান্ডের বিপক্ষে। এই গ্রুপে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।

সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইউক্রেন। আজ ইংলিশরা কোনো দুর্ঘটনায় পড়লে এবং ইউক্রেন সান মারিনোর সঙ্গে জিতে গেলে তারাই সরাসরি বিশ্বকাপ খেলবে। এফ গ্রুপে বিপদে আছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোদের প্লে-অফ রাউন্ড খেলতে হলেও আজ অবশ্যই জিততে হবে লুঙ্মেবার্গের বিপক্ষে। পর্তুগিজরা ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

এই গ্রুপে রাশিয়া ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। গোল ব্যবধানেও এতটাই এগিয়ে যে আজ রাশিয়া যদি আজারবাইজানের বিপক্ষে কোনো দুর্ঘটনায় পড়ে তারপরও পর্তুগালের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। জি গ্রুপে গ্রিস ও বসনিয়া প্লে-অফ রাউন্ড নিশ্চিত করেছে। দুই দলই ৯ ম্যাচে সমান ২২ পয়েন্ট অর্জন করেছে। আজ লিচেনস্টেইনের সঙ্গে খেলবে গ্রিস এবং বসনিয়া খিলবে লিথুনিয়ার বিপক্ষে।

দুই দলই যদি জিতে যায়, তবে পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় বসনিয়াই সরাসরি বিশ্বকাপ খেলবে। গ্রিসকে খেলতে হবে প্লে-অফ রাউন্ড। এ ছাড়া ইউরোপ অঞ্চলের ফেবারিটদের মধ্যে সুইডেন আজ জার্মানির মুখোমুখি হচ্ছে সি গ্রুপে। এই গ্রুপ থেকে জার্মানরা বিশ্বকাপ নিশ্চিত করেছে। প্লে-অফ রাউন্ড নিশ্চিত করেছে সুইডেন।

বুলগেরিয়া এবং ডেনমার্ক আছে সমান্তরালে। সি গ্রুপে দুই দলেরই পয়েন্ট ১৩ করে। এই গ্রুপ থেকে প্লে-অফ রাউন্ড নিশ্চিত করা কঠিনই হয়ে যাবে।

 

 

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.