মুন্সীগঞ্জের শ্রীনগরের কেওয়াটখালী বটতলা এলাকায় ইলিশ পরিবহনের একটি বাসে আগুন লেগে জেএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের ৫০০ খাতা পুড়ে ছাই হয়ে গেছে। এগুলোর মধ্যে দশটি খাতা সম্পূর্ণ ও বাকিগুলো আংশিক পুড়েছে বলে নিশ্চিত করেছে শ্রীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগরের কেওয়াটখালী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শরীয়তপুর জেলার জাজিরা থানার মাহমুদা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন খাতাগুলো মূল্যায়নের জন্য ঢাকা বোর্ড থেকে তার কর্মস্থলে নিয়ে যাচ্ছিলেন। খাতাগুলো ইলিশ পরিবহনের ওই বাসটির মালামাল রাখার বাঙ্ েপরিবহনের সময় যান্ত্রিক ত্রুটির ফলে তাতে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে যাত্রীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও দশটি খাতা সম্পূর্ণ পুড়ে যায়। এ ব্যাপারে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।