আমাদের কথা খুঁজে নিন

   

আর্তমানবতার সেবাকে গুরুত্ব দিয়েছে ইসলাম

আর্তমানবতার সেবাকে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অভাবী বিপদাপন্ন ও অসুস্থ মানুষকে সেবার মাধ্যমে আল্লাহর সর্বাধিক সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্ট জীবের প্রতি সৃষ্টিকর্তার ভালোবাসা সহজেই অনুমেয়। আল্লাহ চান এক মানুষ যেন অপর মানুষের প্রতি সহমর্মী হয়। তার বিপদে-আপদে সহায়তার হাত বাড়ায়। আল্লাহ কারও মুখাপেক্ষী নন। কারও সেবা কিংবা সহায়তা তার প্রয়োজন হয় না। কিন্তু আর্তমানবতার সেবাকে তিনি স্রষ্টার প্রতি বান্দার হক আদায়ের সঙ্গে সম্পৃক্ত করেছেন। হাদিসে কুদসিতে এ তাগিদই দেওয়া হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত_ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেয়ামত দিবসে নিশ্চয় আল্লাহতায়ালা বলবেন, 'হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমার শুশ্রূষা করনি।' বান্দা বলবে, 'হে আমার প্রতিপালক। আপনি তো বিশ্ব পালনকর্তা, কীভাবে আমি আপনার শুশ্রূষা করব?' তিনি বলবেন, 'তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, অথচ তাকে তুমি দেখতে যাওনি। তুমি কি জান না, যদি তুমি তার শুশ্রূষা করতে, তবে তুমি তার কাছেই আমাকে পেতে?' হে আদম সন্তান, আমি তোমার কাছে আহার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে 'আহার করাওনি।' বান্দা বলবে, 'হে আমার রব, তুমি হলে বিশ্ব পালনকর্তা, তোমাকে আমি কীভাবে আহার করাব?' তিনি বলবেন, 'তুমি কি জান না যে, আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, কিন্তু তাকে তুমি খাদ্য দাওনি। তুমি কি জান না যে, তুমি যদি তাকে আহার করাতে তবে আজ তা প্রাপ্ত হতে?'

'হে আদম সন্তান, তোমার কাছে আমি পানীয় চেয়েছিলাম, অথচ তুমি আমাকে পানীয় দাওনি।' বান্দা বলবে, 'হে আমার প্রভু, তুমি তো রাব্বুল আলামিন, তোমাকে আমি কীভাবে পান করাব?' তিনি বলবেন, 'তোমার কাছে আমার অমুক বান্দা পানি চেয়েছিল কিন্তু তাকে তুমি পান করাওনি। তাকে যদি পান করাতে তবে নিশ্চয় আজ তা প্রাপ্ত হতে।' [মুসলিম, সহিহ ইবনে হিব্বান] উপরোক্ত হাদিসে কুদসির আলোকে আর্তমানবতার সেবাকে আমাদের সবারই কর্তব্য হিসেবে বেছে নেওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে সে সৌভাগ্য দান করুন।

লেখক : খতিব, আল আমিন জামে মসজিদ, খুলনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.