আমার লেখা পড়ে.................. দিলীপ কাকা একজন যুদ্ধাহত মুক্তিযুদ্ধা । “আমি একজন যুদ্ধাহত মুক্তিযুদ্ধা । গান গেয়ে পেটের আহার যোগাড় করি । দয়া করে আমাকে একটি গান শুনানোর সুযোগ দিন। ”-এমন একটি লেমিনেটিং করা কাগজ গলায় ঝুলিয়ে তিনি ৪২ বছর টাঙ্গাইল ও তার আশে পাশে হেটে বেড়িয়েছেন।
টাঙ্গাইল দিয়ে ফেরার পথে এমন একটি ছবি তুলে এনেছিলে কবি @ Click This Link । তারপরই আমরা ক’জন গ্রুপের এডমিন দ্বারা খোলা হয় “মুক্তিযোদ্ধার রক্ত ঋণ - Click This Link গ্রুপ । অল্প ক’দিনেই দিলিপ কাকার জন্য বাছুর সহ একটি গাভী কিনার টাকা উঠে যায় । ফেবুর কয়েক বন্ধু ও আমাদের ব্যাক্তিগত বন্ধুরা এগিয়ে আসেন । এরইমধ্যে আমরা সংগ্রহ করতে থাকি হত-দরিদ্র, অসহায় মুক্তিযোদ্ধাদের ।
যা এখনও চলমান । দিলীপ কাকার,দিলীপ কাকাদের ঋণ আমরা কখনই শোধ করতে পারবো না । তারপরও্র যতটুকু শোধ করা যায় , যতটুকু বাচানো যায় নিজেদের আত্ন সম্মান । যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তারা এ স্বাধীন মাটিতে ভিক্ষা করছেন, অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন , আর আমরা আরামে টেক্সি ক্যাবে চলছি , ফেবুতে বন্ধুত্ব করছি, সিনেমা দেখছি, ঘুরে বেড়াচ্ছি দেশের সুন্দর এলাকায়, খাচ্ছি দামী সিগারেট । আরও কত কি? একবার ভাবুনতো যদি ৭১-এ দিলীপ কাকারা ঝাপিয়ে না পড়তেন তাদের আজ কি অবস্থা হতো? যারা বেশ ধনী তাদের ছাড়া বাকীদের কি হতো?
আমাদের সম্মানবাচানোর , মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের যে ঋণ তা শোধ করার এ চলমান পক্রিয়ায় আশা করছি আপনারা আরও দলে ভারী হয়ে আমাদের সাথে থাকবেন ।
জয় বাংলা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।