মন যা চায় তাই করি। "সময়ের সাথে সাথে অধিকার গুলোও হারিয়ে যায়" "যারা জীবনকে উপভোগ করতে জানে না তারা সর্বদা কাজ করে জীবন কাটিয়ে দেয়" সময়টা তখন ১৯৭৭ - ১৫ই আগস্ট, ওহায়োর স্টেট ইউনিভারসির্টির রেডিও টেলিস্কোপে একটা সংকেত ধরা পড়ে। সংকেতটিতে ছিল ৫টা অক্ষর ও ২টা সংখ্যা। সংকেতটি এসেছিল ২০০ আলোক বর্ষ দূরের কোন এক জায়গা থেকে। অর্থাৎ সংকেতটি পৃথিবীতে আসতে সময় নিয়েছিল ২০০ বছর।
সংকেতটি সম্পূর্ন ৭২ সেকেন্ড স্থায়ী ছিল। ইউনিভারসিটি প্রফেসর Jerry R Ehman সংকেতটি নিয়ে গবেষনা করেছিলেন। এবং উনি বিশ্লেষণ করে এই সংকেতের অর্থ বলেছিলেন Wow. এই সংকেত টির পর বিজ্ঞানীরা অনেক বার মহাকাশের সেই স্থানের দিকে কান পেতে রেখেছিলেন। কিন্তু আজ পর্যন্ত আর কোন কিচ্ছু শোনা যায় নি। এই সংকেতটি সেই সময়ে খুব বিখ্যাত হয়ে গিয়েছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।