আমাদের কথা খুঁজে নিন

   

দায়িত্বশীল হতে হবে

রাজনৈতিক সংঘাতে দেশের সাড়ে তিন কোটিরও বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপর্যয়ের সম্মুখীন। হরতাল ও সাংঘর্ষিক রাজনীতির শিকার হচ্ছে শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরাও। সবচেয়ে নাজুক অবস্থার শিকার হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। ঈদ ও পূজার ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে টানা তিন দিনের হরতালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। দুই বৃহৎ দল বিদ্যমান সংকটের সমাধানের বদলে যেভাবে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে তাতে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জেএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা সংশয় হয়ে দেখা দিয়েছে। এর ফলে ২০ লাখ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা রয়েছেন উৎকণ্ঠায়। বর্তমানে সারা দেশে দশম শ্রেণীর পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলছে। এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা ২০১৪ সালের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় অংশ নিতে পারবে। আর মাত্র তিন সপ্তাহ পর অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এ পরীক্ষার সিলেবাস দ্রুত সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থী সবাই মরিয়া হয়ে উঠলেও হরতাল ও সাংঘর্ষিক রাজনীতির কারণে তা সম্ভব হবে কিনা সংশয় দেখা দিয়েছে। ১ কোটি ৮০ লাখ শিশু শিক্ষার্থীর জন্য অনিশ্চয়তা সৃষ্টি করছে অপরাজনীতির চর্চা। গতকাল থেকে শুরু হয়েছে ইংরেজি মাধ্যম স্কুলের 'ও' লেভেল পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই আতঙ্কের মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হয়েছে। আজকের শিক্ষার্থীরা দেশের আগামী দিনের কর্ণধার। সাংঘর্ষিক রাজনীতি দেশের ভবিষ্যৎ কাণ্ডারিদের জন্য বিড়ম্বনা সৃষ্টি করছে। অকারণ কলহের প্রবণতা অর্থনীতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার জন্য বিসংবাদ সৃষ্টি করছে। আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধ নিরসনের সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছা করে সংঘাতকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আজকের যুগে সে জাতিই সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সমর্থ হবে যে জাতি শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকবে। সংঘাতের রাজনীতি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য যে হুমকি সৃষ্টি করছে তা থেকে শিক্ষার্থীদের রক্ষার একমাত্র পথ হলো রাজনীতিকদের দায়িত্বশীল হওয়া। দেশপ্রেম ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়া।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.