আমাদের কথা খুঁজে নিন

   

ছেলের হাতে বাবা, ভাইয়ের হাতে ভাইসহ ১৮ খুন

খুলনায় বাবা ও ছেলেকে জবাই করেছে দুর্বৃত্তরা। গাইবান্ধায় ছেলের হাতে বাবা ও সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে আরও ১৩টি হত্যার ঘটনা ঘটেছে। জানা যায়নি নিহতদের অনেকের পরিচয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লায় পানিতে ডুবে স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় পৃথক ঘটনায় শিশুসহ তিনজন খুন হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় খালিশপুর নয়াবাটি এলাকায় বাবা ও শিশু ছেলেকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। তারা হলেন_ বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মকর্তা তৈয়েবুর রহমান ও তার ছেলে মনির। এদিকে শনিবার রাতে খালিশপুরের গাবতলার মোড়ে প্রতিপক্ষের হামলায় বাদল ধর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার রাতে বৃদ্ধ আবদুর রাজ্জাককে কুপিয়ে জখম করে তার ছেলে এনামুল হক। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে গতকাল ভোরে মারা যান রাজ্জাক। সিলেটের দক্ষিণ সুরমায় ছোট ভাই শরীফ উদ্দিনের দায়ের কোপে খুন হয়েছেন বড় ভাই তাজ উদ্দিন। পারিবারিক বিরোধের জের ধরে শনিবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শরীফকে গ্রেফতার করেছে পুলিশ।

কঙ্বাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে শনিবার নুর আহাম্মদ নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসী। ওই গ্রামের জাগির হোসেনের সঙ্গে নুর আহাম্মদের দ্বন্দ্ব চলছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোহালবাড়িতে শুক্রবার পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সোনিয়া আক্তার রাবুকে হত্যা করেছে স্বামী সুমন। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঝিনাইদহের মহেশপুরে মামার ছুরিকাঘাতে ভাগ্নে সাইদুর রহমান রানা নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের দরে শনিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী মিরাজুল হককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার আনন্দপুর তেতাভূমিতে শুক্রবার এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার দৌলতপুরে শ্বশুরবাড়িতে রমজান আলী কারিগর নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার গড়ুরা গ্রামে শ্বশুর আতর আলীর বাড়ি থেকে গতকাল তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর এলাকার শ্মশান ঘাট থেকে গতকাল সজীব নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সজীবকে শনিবার রাতে কে বা কারা ফোন করে বাসা থেকে নিয়ে যায়।

বগুড়ার শেরপুরে নজরুল ইসলাম নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার মোমিনপুর এলাকা থেকে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে পোলট্রি খামারি জামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

রূপগঞ্জের গুতুলিয়া এলাকার একটি ডোবা থেকে শনিবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ডোবায় সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গৃহবধূ উন্নতি মণ্ডলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়িক লোকজন তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন উন্নতির ভাই উজ্জ্বল ঠাকুর। মৌলভীবাজার সদর উপজেলায় বৃহস্পতিবার রাতে এক লন্ডন প্রবাসীর বাড়ির কেয়ারটেকার জোয়াহিদ মিয়াকে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রবাসী মনর মিয়ার বাড়ির সামনে থেকে শুক্রবার তার লাশ উদ্ধার করে পুলিশ। নীলফামারী জলঢাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার পূর্ব জামুরীপাড়ায় শনিবার আসাদ নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গ্রামের আখ ক্ষেত থেকে গতকাল শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে পানিতে ডুবে কিশোরগঞ্জের হোসেনপুরে দুই বোন, কুমিল্লার নাঙ্গলকোটে দুই স্কুলছাত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া সিদ্ধিরগঞ্জে গতকাল একটি শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধন প্রকল্প (ইটিপি) পরিষ্কার করতে গিয়ে জসিমউদ্দিন ও শহীদুল নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে দাদির বিরুদ্ধে নাতনি নুসরাত জাহানকে হত্যার অভিযোগ উঠেছে। মায়ের সামনে থেকে গতকাল ডেকে নিয়ে নুসরাকে হত্যার পর পুকুরে লাশ ফেলে রাখে বলে অভিযোগ করেছেন তার মা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.