আমাদের কথা খুঁজে নিন

   

জলদস্যুদের গুলিতে নিহত ১, আহত ৫

বরগুনার পাথরঘাটা থেকে আনুমানিক ১৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে সুন্দরবন সংলগ্ন মান্ধারবাড়িয়া খাল এলাকায় জলদস্যুদের গুলিতে হাফেজ জমাদ্দার (৪৮) নামের এক জেলে নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটার এফ বি কাজল নামের ফিশিং ট্রলার ৯ জেলেসহ মান্ধারবাড়ীয় খালে প্রবেশের মুখে জলদস্যুরা জেলে ট্রলারে উপর্যুপরি গুলিবর্ষণ করে। জলদস্যুদের গুলি মাথায় বিদ্ধ হয়ে হাফেজ জমাদ্দার ঘটনাস্থলেই নিহত হন। আহত জেলেরা হলেন দেলোয়ার (৪২) , বাবুল (৪০), আবুল কালাম (৩৮), মুনসুর (৪০) , ওহাব আলী (৩৮)। শনিবার বেলা ২টায় নিহত ও আহতদের নিয়ে ট্রলারটি পাথরঘাটায় ফিরে আসে। নিহত ও আহত সব জেলের বাড়ি পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.