আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি : বাংলা

১.নিচের কোনটি সাধারণ বর্তমান কালের উদাহরণ?

ক. চিন্তা কর না, কালই আসছি

খ. এতক্ষণ আমি অঙ্ক করেছি

গ. তুমি যদি যেতে তাহলে ভালোই হতো

ঘ. চণ্ডীদাস বলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'

২. 'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক. হাত আসা খ. হাত থাকা

গ. হাত গুটান ঘ. হাত করা

৩.'দেহ' শব্দের সমার্থ শব্দ নয় কোনটি?

ক. শরীর খ. গা গ. তনু ঘ. গো

৪.বিরাট স্থানের যেকোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে কী বলে?

ক. ঐকদেশিক আধারিকরণ

খ. অভিব্যাপক আধারাধিকরণ

গ. বৈষয়িক অধিকরণ

ঘ. ভাবাধিকরণ

৫.উপকূল শব্দে 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. পৌনঃপুন্য খ. সদৃশ

গ. সামীপ্য ঘ. বিশেষ

৬.ত্রয়োদশ কোন ধরনের শব্দ?

ক. পরিমাণবাচক খ. গণনাবাচক

গ. তারিখবাচক ঘ. ক্রমবাচক

৭.বিশেষ নিয়মে সাধিত বহুবচন বাক্যের উদাহরণ কোনটি?

ক. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না

খ. অতগুলো কুমড়া দিয়ে কী হবে?

গ. আমগুলো টক

ঘ. বাজারে লোক জমেছে

৮.আগ্রহ বোঝাতে নিচের কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?

ক. ডেকে ডেকে হয়রান হয়েছি

খ. দেখে দেখে যেও

গ. কেউ কেউ বলে

ঘ. ও দাদা দাদা বলে কাঁদছে

৯.নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দের উদাহরণ?

ক. কুলটা খ. নর্তকী

গ. চতুর্দশী ঘ. ধাত্রী

১০. মরমী কবি কাকে বলা হয়?

ক. হাছন রাজা খ. সুলতান মিয়াজী

গ. আলাউদ্দিন খাঁ ঘ. ঈশা খাঁ

১১.'রাঁচি ভ্রমণ' কোন ধরনের রচনা?

১২. মিনুর হাতুড়িটার নাম কী?

১৩.হারু, বারু, তারু আর কারু কিসের নাম?

১৪.শওকত ওসমান কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?

১৫.আবদুল্লাহ আল-মুতী কোথায় জন্মগ্রহণ করেন?

১৬.স্বরবর্ণে অর্ধমাত্রা আছে কয়টিতে?

ক. ৪ খ. ৩ গ. ১ ঘ. ৮

১৭.'সংবিধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী?

ক. সম+বিধানখ. সং+বিধান

গ. সম+ধানঘ. সং+অভিধান

১৮.'আকাশে চাঁদ উঠেছে'- এ বাক্যে 'আকাশে'

ক. অপাদানে সপ্তমীখ. অধিকরণে সপ্তমী

গ. করণে সপ্তমীঘ. কর্মে সপ্তমী

১৯.সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?

ক. গুরুগম্ভীর, অপরিবর্তনীয়

খ. কৃত্রিমতা বর্জিত

গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য

২০.নিচের কোনটি বিদেশি অব্যয় শব্দ?

ক. আলবত খ. আর গ. আবার ঘ. যদি

[চলবে]

উত্তরমালা : ১.ঘ ২.গ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.ক ৮.ঘ ৯.ক ১০.ক ১১. ভ্রমণ কাহিনী ১২. গদাই ১৩. গেলাস ১৪. বাংলা ভাষা ও সাহিত্য ১৫. সিরাজগঞ্জ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.ক ২০.ক।

*হাসানুজ্জামান মাসুদ, পরিচালক

আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড ক্যাডেটস, ঢাকা

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.