আমাদের কথা খুঁজে নিন

   

মাধবকুণ্ডের জলপ্রপাতে কলেজছাত্র নিখোঁজ

বড়লেখা মাধবকুণ্ড পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে জলপ্রপাতে সাঁতার কাটতে গিয়ে দুই কলেজছাত্র নিখোঁজ হওয়ার পর একজনকে উদ্ধার করলেও অপরজন নিখোঁজ। তিনি ঢাকার টঙ্গী এলাকার বাসিন্দা ও ক্যামব্রিয়ান কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র শেখ জসিম উদ্দিন (১৮)।

জানা গেছে, গতকাল সকাল ১০টায় ঢাকা ক্যামব্রিয়ান কলেজের ১৪ জনের একটি দল গাড়ি নিয়ে মাধবকুণ্ড পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। বিকাল ৩টায় তারা স্রোতে গোসল করতে নামলে শেখ জসিম উদ্দিন ও শেখ দিদারুল আলম পাথরের ভাঁজে নিখোঁজ হন। স্থানীয়রা চেষ্টা চালিয়ে দিদারকে উদ্ধার করলেও জসিমকে উদ্ধার করা যায়নি। বিকাল সাড়ে ৪টায় সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে উদ্ধারের জন্য সিলেট থেকে ডুবুরিরা রওনা দিয়ে বিয়ানিবাজার পর্যন্ত এসে গেছে। এ বছর ঈদের ছুটিতে গাড়ি নিয়ে আসা পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং ৮ কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ থাকায় কর্তৃপক্ষ গতকাল সকাল ৮টা থেকে ওই ৮ কিলোমিটার রাস্তায় গাড়ি প্রবেশ বন্ধ করে দেয়। এতে কাঁঠালতলি থেকে বড়লেখা ও কাঁঠালতলি থেকে রতুলি পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজটের কারণে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। উল্লেখ্য, বিগত ২৮ বছরে এ পর্যটন কেন্দ্রের জলপ্রপাতে বেড়াতে এসে ৩২ পর্যটকের মৃত্যু হয়েছে, এর মধ্যে ছাত্র-ছাত্রীর সংখ্যাই বেশি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.