মাদারীপুরের কালকিনিতে কলেজছাত্র ও বাগেরহাটের মোল্লাহাটে অটোচালককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। টঙ্গীতে গণপিটুনিতে নিহত হয়েছে এক যুবক। এ ছাড়া সাভার ও ভোলা থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর- মাদারীপুরের কালকিনিতে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় কলেজছাত্র রাশেদ হাওলাদারকে শুক্রবার রাতে পিটিয়ে হত্যা করেছে মাদক বিক্রেতারা। রাশেদ উপজেলার উত্তর রমজানপুর গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে ও গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাগেরহাটের মোল্লাহাটের জয়ডিহি এলাকায় চাঁদার দাবিতে সন্ত্রাসী ফারুক বাহিনীর হাতে খুন হয়েছেন অটোচালক সাঈদ। সাঈদ মোল্লাহাট থেকে যাত্রী নিয়ে গাংনি যাওয়ার সময় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী ফরুক ও তার বাহিনীর লোকজন সাঈদকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী রেলস্টেশন এলাকায় শুক্রবার রাতে ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাত পরিচয় যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। রাতেই টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। লাশ গতকাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সাভারে পৃথক স্থান থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারের বিরুলিয়া ও পূর্ব জামশিং থেকে গতকাল গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের নাম নারগিস আক্তার। তিনি তৈরি পোশাক কারখানার শ্রমিক। অপরজনের পরিচয় জানা যায়নি। সাভার থানার ওসি জানান, লাশ দুটি ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
ভোলা সদর উপজেলার ইলিশার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।