আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের গুলিতে সাংবাদিক আহত

এবার পুলিশের গুলিতে আহত হল এক সাংবাদিক। রাজধানীর বংশালে যুবদলের মিছিলে গুলি চালানোর সময় চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মাসুদুর রহমান(৩০)সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে মাসুদুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ১০টায় কাজী আলাউদ্দিন রোডে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় কাজী আলাউদ্দিন রোডে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে যুবদল।

এসময় পুলিশ তাদের দেখামাত্র গুলি করে থাকে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে তারা ছাত্রভঙ্গ হয়ে গেছে। পুলিশের শর্টগান থেকে ছোঁড়া গুলি চ্যানেল আইয়ের ক্যামেরাম্যানের পুরো মুখমণ্ডলে লাগে। পরে থাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.