আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনায় পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী

'আমি নিঃস্ব হয়ে যাব'... কবির বকুলের লেখা তাপসের সংগীত পরিচালনায় চন্দন সিন্হার গাওয়া এ গান প্রেক্ষাগৃহে বাজছে। কিন্তু হলভর্তি দর্শক গান শোনার চেয়ে গান গাইতেই বেশি আগ্রহী। হলজুড়ে দর্শক একাত্দ হয়ে গাইছে। ওদিকে শুভ ও জয়া আহসানের প্রাণবন্ত পারফরমেন্সে এক অভূতপূর্ব দৃশ্য! ছবিটি যারা সিনেমা হলে গিয়ে দেখেছেন তারাই শুধু উপলব্ধি করতে পারবেন। অন্যদিকে মুন্নী এবং তাসিফের গাওয়া শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় 'ও প্রিয় আমি তোমার হতে চাই' শুরু হওয়া মাত্রই দর্শকদের উল্লাস। মন্ত্রমুগ্ধ হয়ে গান শোনা আর অপলক শাকিব খান, শুভ ও জয়া আহসানের চমৎকার রসায়ন দেখা ছিল এবারের ঈদে দর্শকের প্রধান বিনোদন। এবারের ঈদে চারটি ছবি মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহ সংখ্যার বিবেচনায় পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী শুরুতে তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও জনপ্রিয়তার কারণে দিন দিন এ ছবির ব্যাপারে দেশব্যাপী হল মালিকদের আগ্রহ বেড়েছে। দ্বিতীয় সপ্তাহে অন্যান্য ছবির জনপ্রিয়তা হ্রাস পেলেও পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী নতুন করে চলতি সপ্তাহে ৩৫টি হলে মুক্তি পেয়েছে। এই ছবিতে নায়করাজ রাজ্জাক, আনোয়ারা, সোহেল রানা, ববিতা, সুব্রত, দিতি, আরেফিন শুভ, সাজু খাদেম, মিমোসহ সবাই তাদের সেরা কাজ দেখিয়েছেন। তবে শাকিব খান এবং জয়া আহসান যেন নিজেদেরই ছাড়িয়ে গেছেন। শাকিব এতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। অ্যাকশন, কমেডি, রোমান্স, ইমোশনাল, সব ধরনের দৃশ্যে দর্শক একাত্দ হয়ে দেখেছে তার অভিনয়।

বরাবরই পৃষ্ঠপোষকতা করেছে। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এর ব্যতিক্রম নয়। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা, তাহলেই আমাদের চলচ্চিত্র জগৎ আরও সমৃদ্ধ হবে!

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.