আমাদের কথা খুঁজে নিন

   

সংঘর্ষে রণক্ষেত্র পটুয়াখালী বিজ্ঞান প্রয

তুচ্ছ ঘটনার জের ধরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপ ছাত্রের দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। চার ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দফায় দফায় হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে স্থানীয় প্রশাসন অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করে বিকাল ৫টার দিকে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকালে এম কেরামত আলী হলের পটুয়াখালী রিজিয়নের মাজেদ হোসেন নামের তৃতীয় সেমিস্টারের এক ছাত্রকে ডাইনিং রুমে বরিশালের সজীব মোল্লা গ্রুপের ছাত্ররা খাবার বিতরণ নিয়ে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে পটুয়াখালী, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আঞ্চলিকতার টানে উত্তেজিত বিভিন্ন সেমিস্টারের ছাত্ররা এম. কেরামত আলী হলের প্রতিপক্ষ ছাত্রদের ধাওয়া দেয়। এ সময় বরিশাল অঞ্চলের ছাত্ররাও জড়ো হয়ে পাল্টা জবাব দেয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে চলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ সময় উভয় গ্রুপের ছাত্র অপু, আদনান, সহিদুল ইসলাম, আসাদুজ্জামান শুভ, অনির্বাণ, শাহিন আল মামুন, তিশাম, শফিকুল ইসলাম, সাজেদুল হক খান, মনিরুল ইসলাম, সজল, রাসেল, ছিদ্দিক, রনি, আমজাদ হোসেন, গনিসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে পবিপ্রবির মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে দাঙ্গা পুলিশ ও র্যাব মোতায়েন করেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. কামরুজ্জামান সোহাগ বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ঘটনাটি ছাত্রদের আঞ্চলিকতায় রূপ নিয়ে সংঘর্ষ হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জিয়া বলেন, তুচ্ছ ঘটনায় ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী জানান, জেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের জরুরি বৈঠক ডাকা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.