কওমি মাদ্রাসা শিক্ষক সমিতি বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী সরকারের উদ্দেশে বলেছেন, সরকারের উচিত কারও হুঙ্কার-ধমকিতে ভয় না পেয়ে লাখো কওমি শিক্ষার্থীর আবেদন ও দাবিকে প্রাধান্য দেওয়া। তিনি বলেন, অবিলম্বে কওমি মাদ্রাসার স্বকীয়তা রক্ষা করে স্বীকৃতির কার্যকর ঘোষণা না আসলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল এক বিবৃতিতে মাওলানা আতিকী আরও বলেন, উপমহাদেশের বরেণ্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) হাজার হাজার ছাত্র-শিক্ষক নিয়ে কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য রাজপথে অবস্থান ধর্মঘট করেছেন। দেশে প্রায় সব কওমি শিক্ষার্থীর প্রাণের দাবি কওমি মাদ্রাসার স্বীকৃতি। দেশের কওমি মাদ্রাসার উন্নয়ন-অগ্রগতির জন্য সরকারি স্বীকৃতিই প্রধান বাধা। কয়েক যুগ ধরে আলেমরা কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছেন। অথচ আজ সরকার যখন স্বীকৃতি দিতে যাচ্ছে এমন সময় একটি বিশেষ মহল এ নিয়ে ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, অবিলম্বে কওমি মাদ্রাসা সনদের ঘোষণা দেওয়া না হলে সচেতন ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। এর ধারাবাহিকতায় সচেতন ছাত্রসমাজ ও সমিতির নেতারা আজ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাকের) নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।