চমস্কি সম্পর্কে গোপন তথ্য থাকার কথা গত কয়েক বছর ধরেই অস্বীকার করে আসছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। কিন্তু পররাষ্ট্রনীতিবিষয়ক পত্রিকা 'দ্য ক্যাবল' মঙ্গলবার জানিয়েছে, সিআইএর কাছে চমস্কিকে নিয়ে গোপন তথ্য ছিল। তথ্য স্বাধীনতা আইনের (এফওআইএ) পরিপ্রেক্ষিতে বারবার অনুরোধ করা সত্ত্বেও সিআইএ জানিয়েছিল তাদের কাছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ভাষাতত্ত্বের অধ্যাপক ও পৃথিবীখ্যাত তাত্তি্বক নোয়াম চমস্কি সম্পর্কে গোপনীয় কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে প্রকাশিত মেমোর ভিত্তিতে 'দ্য ক্যাবল' জানিয়েছে, ১৯৭০ সালে ভিয়েতনাম যুদ্ধবিরোধী চমস্কির ভিন্নমতাদর্শ বিষয়ে সিআইএ গোপন তথ্য জোগাড় করেছিল। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।