আমাদের কথা খুঁজে নিন

   

বিচার দাবিতে বাকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জ÷

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী সাদ ইব্নে মোমতাজের হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান গেইটে তালা ঝুলিয়ে দিয়ে সাদ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবিলম্বে শাস্তি প্রদানের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দীন হাওলাদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে সাদ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ভবন ও হলের সামনে দিয়ে ঘুরে বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের গেইটের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদীয় ছাত্র সমিতি, প্রগতিশীল ছাত্রজোট একাত্দতা ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘটে অংশ নেয়। এ সময় প্রশাসনিক ভবনের ভেতরে কর্মরত প্রায় দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। পরে প্রশাসনিক ভবনে ভাঙচুর করে তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ছাত্র সমিতিও তাদের স্ব স্ব অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জন করে। সাদ হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন 'সোনালী দল'।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।'

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.