আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক অস্থিরতায় কমবে প্রবৃদ্ধি

নির্বাচনভিত্তিক রাজনৈতিক অস্থিরতায় দেশের জিডিপি প্রবৃদ্ধি কমবে বলে আশঙ্কা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে সংস্থাটি বলেছে, চলতি অর্থবছরে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। তবে জিডিপি নিয়ে এ ধরনের আশঙ্কা করলেও ম্যানিলাভিত্তিক সংস্থাটি এও বলেছে, মধ্যম আয়ের দেশে পেঁৗছানোর জন্য উন্নয়নের পথেই হাঁটছে বাংলাদেশ। এমনকি এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতিও ভালো অবস্থানে রয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে এডিবির 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৩' প্রকাশ উপলক্ষে ডাকা এক সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করেন আন্তর্জাতিক এ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এতে আরও বক্তব্য রাখেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি তেরেসা খো।

২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে সরকার। বিগত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। তবে এডিবি যে পূর্বাভাস দিয়েছে সেটি সত্যি হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাজেটে ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশ কমই অর্জিত হবে। জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তি-বিনিয়োগ কমে যাওয়া এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ না থাকায় এর বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না। এডিবির প্রতিবেদনে বলা হয়, নির্বাচন সামনে রেখে বাংলাদেশে সংঘাতময় রাজনীতির আশঙ্কা করা হচ্ছে। আর এ সংঘাত-অস্থিরতা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে মারাত্দকভাবে ব্যাহত করতে পারে। এ পরিস্থিতিতে কমে যেতে পারে রাজস্ব আদায় ও বিদেশি সহায়তা। বিনিয়োগ পরিস্থিতি, রপ্তানি আয় ও রেমিটেন্সেও এর নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে বলে মনে করছে সংস্থাটি। এ ছাড়া কৃষি খাতে প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও শিল্প খাতে আগের প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে বলেই মনে করে এডিবি। সরকারের বিগত পাঁচ বছরের উন্নয়ন প্রসঙ্গে বিদ্যুৎ খাতের সাফল্যের কথাও উল্লেখ করেন জাহিদ হোসেন। বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি বেড়ে যাওয়ার কথাও। তবে ভর্তুকি কমাতে রাজনৈতিক চাপে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্ত সরকার নাও নিতে পারে বলে মনে করেন তিনি। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের আন্দোলন এবং ভারতে ডলারের বিপরীতে রুপির দাম কমে যাওয়ায় দেশের অর্থনীতিতে কী ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে, জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ভারতীয় মুদ্রার দাম হ্রাস পাওয়ায় খুব বেশি প্রভাব পড়বে না এখানে। কারণ তৈরি পোশাক বাংলাদেশের চেয়ে বড় মাপের রপ্তানি হয় না ভারতে। এডিবির এ প্রধান অর্থনীতিবিদ বলেন, সরকারের অনেক চ্যালেঞ্জ আছে। আর ওই সব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি বেশ কিছু পরামর্শও দিয়েছেন। তার মতে, নগরায়ণ বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যার সমাধানসহ অবকাঠামো উন্নয়নে সরকারকে অবশ্যই মনোযোগী হতে হবে। টেকসই প্রবৃদ্ধির জন্য প্রত্যন্ত অঞ্চলকেও আনতে হবে উন্নয়নের আওতায়। আর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে রাজনৈতিক স্থিতিশীলতায়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.