আমাদের কথা খুঁজে নিন

   

সরকার নিয়ন্ত্রিত কওমি স্বীকৃতি মেনে নেব ন

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) নেতারা বলেছেন, সরকার নিয়ন্ত্রিত কোনো স্বীকৃতি বেফাক কখনোই মেনে নিতে পারে না। গতকাল বেফাক কেন্দ্রীয় দফতরে মজলিসে আমেলার এক জরুরি সভায় বক্তারা একথা বলেন। বেফাকের সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মহাসচিব মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া, মাওলানা মাহফূযুল হক ইসলাম প্রমুখ।

নেতারা বলেন, কওমি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা ও মূলধারা নস্যাৎ ও ধ্বংস করার কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। 'কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ-২০১৩' নামে যে বিলটি সরকার অনুমোদন করতে চাচ্ছে, তাতে কওমি শিক্ষার অস্তিত্ব ধ্বংস হওয়ার সব ব্যবস্থাই রয়েছে। বেফাক প্রথম থেকেই এ খসড়া নীতিমালা প্রত্যাখ্যান করে আসছে। দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও অধিকাংশ কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণকারী বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশকে পাশ কাটিয়ে জনবিচ্ছিন্ন এবং সরকারের কিছু আজ্ঞাবহ আলেমের মাধ্যমে সরকার তার ইসলামী শিক্ষাবিরোধী পরিকল্পনা কওমি অঙ্গনের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বলেন, সরকারের কোনো কূটকৌশল বেফাককে তার অবস্থান থেকে এক চুল পরিমাণও নড়াতে পারবে না। আর যেসব আলেম সরকারের পাতা ফাঁদে পা দিয়ে কওমি মাদ্রাসা শিক্ষার ঐতিহ্যবিরোধী নীলনকশা বাস্তবায়নে সহযোগিতা করবে, তারা ইতিহাসের অাঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.