আমাদের কথা খুঁজে নিন

   

ন্যূনতম মজুরির দাবিতে মজুরি বোর্ড অবরোধ

ন্যূনতম আট হাজার টাকা মজুরির দাবিতে মজুরি বোর্ডের প্রধান ফটক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ দাবিতে রাজধানীর  মজুরি বোর্ডের সামনে অবস্থান নেন শ্রমিকরা। ন্যূনতম মজুরির প্রস্তাব নিয়ে আর কোনো তামাশা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এদিকে, মজুরি বোর্ড কার্যালয়ে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং মজুরি বোর্ডের সদস্যদের বৈঠক চলমান রয়েছে।

এর আগে মালিকপক্ষ তিন হাজার ছয়শ' টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবনা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পরিস্থিতি ঠাণ্ডা করতে বিজিএমইএ'র পক্ষ থেকে আবারও সংশোধিত মজুরি প্রস্তাবনা দেওয়ার কথা থাকলেও ৬ষ্ঠ বৈঠকে সংশোধিত মজুরি প্রস্তাবনা দিতে ব্যর্থ হয় বিজিএমইএ। আর ৭ম বৈঠকে হরতালের অজুহাতে ২৭ অক্টোবর মজুরি বোর্ডে উপস্থিত হননি মালিকপক্ষের কেউ। তারপরই মজুরি বোর্ড থেকে আজ ৩১ অক্টোবর ৮ম বৈঠকের দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ইস্যুতে পোশাক শিল্পখাতে গত কয়েক মাসের অস্থিরতা নিরসনের লক্ষ্যেই মজুরি বোর্ডের এই ৮ম বৈঠক।

আজ সকাল ১১টায় সংশোধিত ন্যূনতম মজুরির প্রস্তাবনা বোর্ডে জমা দেন মালিকপক্ষ।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.