বৃহস্পতিবার শ্রমিক নেতাদের সঙ্গে এক বৈঠকের মন্ত্রী সাংবাদিকদের জানান, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকাই হবে। আগামী ২৫ নভেম্বরের পর এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে।
“আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন মজুরি কার্যকর হবে। শ্রমিকরা জানুয়ারিতে এই বেতন পাবেন।”
আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা মেনে নেয় তৈরি পোশাক শিল্প মালিকরা।
গত ৪ নভেম্বর তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব করে সরকার গঠিত মজুরি বোর্ড।
গার্মেন্ট মালিকরা এই মজুরি মেনে নিতে রাজি না হওয়ায় গত কয়েকদিন ধরে সাভার, আশুলিয়া, গাজীপুরে শ্রমিক বিক্ষোভ হয়।
শ্রমমন্ত্রী জানান, নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের ইনক্রিমেন্টও থাকছে। ন্যূনতম মজুরির মূল বেতন ৩০০০ টাকা ধরে তার ৫ শতাংশ বছরে ইনক্রিমেন্ট হিসেবে তাদের মূল বেতনের সঙ্গে যোগ হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।