আমাদের কথা খুঁজে নিন

   

ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার জন্য আল্টিমেটাম

আগামী ১৮ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে গার্মেন্ট কারখানায় ধর্মঘটসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কার্যালয়ে শ্রমিকদের ১২টি সংগঠনের নেতাদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয়া হয়।
সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, “গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার জন্য মজুরি বোর্ডকে আমরা দুই সপ্তাহের সময় দিয়েছি।
“১৮ নভেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা করা না হলে পরদিন থেকে সারা দেশে কারখানায় ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।”
বৈঠকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম ছাড়াও বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতিসহ শ্রমিকদের ১২টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সোমবার সরকার গঠিত মজুরি বোর্ড গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম বেতন তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত করে।
বোর্ড গঠনের প্রায় পাঁচ মাস পর মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ডের নবম সভায় এই প্রস্তাব চূড়ান্ত করা হয়।
শ্রমিকরা এর আগে আট হাজার ১১৪ টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়ে এলেও সোমবার বোর্ডের সভায় শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ৫ হাজার ৩০০ টাকার প্রস্তাব করেন।
এদিকে শ্রমিকদের এই বেতন দেয়ার ‘সামর্থ্য’ নেই জানিয়ে বোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.