প্রাচীনকালে ধূমকেতুকে মনে করা হতো অশুভ ছায়া। বর্তমান জ্ঞান-বিজ্ঞানের চরম বিকাশের যুগে এসব ধারণাকে অন্ধ কুসংস্কারই বলবে শিক্ষিত সমাজ। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণার পর ধূমকেতুকে অশুভ ছায়া মনে করার যথেষ্ট কারণ খুঁজে পেয়েছেন। সেসব তথ্য থেকেই দেড় হাজার বছর আগের এক মহাদুর্ভিক্ষের কারণ হিসেবে মনে করা হচ্ছে হ্যালির ধূমকেতুকে। জলবায়ুসহ মানুষের জীবনযাত্রা পরিবর্তনের কারণ হতে পারে ধূমকেতুটি। তবে এসবই অনুমান। কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। কিন্তু দেড় হাজার বছর আগে দুর্ভিক্ষের সঙ্গে এর সম্পর্ক দেখে অবাকই হয়েছেন বিজ্ঞানীরা। অনলাইন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।