নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট পালন করছে বাস ও টেক্সী টেম্পু শ্রমিক সংঘঠন। এতে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে সাধারন যাত্রীরা। গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে বাস শ্রমিক ও টেক্সী টেম্পু শ্রমিকের মধ্যে হামলা সংঘর্ষ ও মারপিট হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাস ও টেক্সী টেম্পু শ্রমিক সংগঠন এ ধর্মঘট শুরু করে।
শুক্রবার দুপুরে উভয় মালিক সমিতির সমযোতার ভিত্তিতে কিছু বাস চলাচল করলেও শুক্রবার বিকালে আবার উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে উভয় গ্রুপ এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবীতে অনির্দিষ্ট কালের জন্য ধমঘর্ট শুরু করে। বাস-জীপ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন আল আজাদ বলেন, বাস-জীপ শ্রমিক সংগঠনের শ্রমিকরা তাদের উপর আক্রমনের সুবিচারের জন্য ধর্মঘট আহবান করেছে। শ্রমিকরা বাস-জীপ না চালালে এতে মালিক সমিতির বা মালিকদের কিছুই করার নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।