আমাদের কথা খুঁজে নিন

   

ই-কমার্স, বিজ্ঞ মত ও বাস্তবতা (ই-কমার্স এ আগ্রহীরা পড়তে পারেন)



কিছুদিন আগে একটি জাতীয় পত্রিকায় কয়েকজন ই-কমার্স বিজনেস ওনারদের বিজ্ঞ মতামত প্রকাশ পেয়েছিল । তাঁরা নতুন উদ্যোগতা দের জন্য বেশ কিছু টিপস দিয়েছিলেন । কিন্তু, সবার একটা কমন কথা ছিল এবং সেটা হচ্ছে কোটি টাকা না হলে ই-কমার্স বিজনেস এ নামা সম্ভব না । তখনও আমরা ই-কমার্স এ আসি নাই । কিন্তু প্ল্যানিং চলছিলো ।

তাঁদের ওই বিবৃতি দেখে একপ্রকার থমকে গিয়েছিলাম । কারন, আমাদের বাজেট ছিল ৫০ হাজার টাকা যেখানে তাঁরা বলেছিলেন কোটি টাকা ছাড়া সম্ভব হবে না । কিন্তু, থেমে যাই নি আমরা । কাজ চলেছে । এবং গত এক মাসের ভেতর আমরা মোটামুটি জনপ্রিয়তাও পেয়েছি ।

কিন্তু তাহলে শুরু করলাম কিভাবে ? কোটি টাকা ছাড়া ! প্রথমেই আপনার দরকার মার্কেট এনালাইসিস । এক্ষেত্রে আপনাকে বিচক্ষন হতে হবে । খুজে বের করতে হবে কোন প্রোডাক্ট এর চাহিদা তুলনামূলক ভাবে বেশি কিন্তু মার্কেট প্লেস কম । এই ধরনের একটি মার্কেট খুব সহজে কিন্তু ভালো প্ল্যানিং ও বিচক্ষনতার সাথে ধরা সম্ভব এবং তা হাজার টাকার ভেতরেই । প্রথমে খুব বেশি স্টক না করে আইটেম বাড়াতে পারেন ।

তাহলে কাস্টমার আকৃষ্ট হবে । আর নতুন ধরনের সার্ভিস দেয়ার চেষ্টা করুন যেমন ধরুন নেক্সট ডে ডেলিভারি সিস্টেম । এক্ষেত্রে আপনার যে নিজের দক্ষ জনবল দরকার, তা কিন্তু না । বাজারে বেশ কিছু কুরিয়ার সার্ভিস আছে, যারা আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দিবে এবং তার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে বুঝিয়ে দিবে । কুরিয়ার ভেদে পার অর্ডার রেট চেন্জ হয়, তবে সেটা ৫০-৯০ টাকার ভেতর।

আমাদের দেশে ক্যাশ অন ডেলিভারি - এই সিস্টেম টাই বেশি চলে । আর বললাম তো, কুরিয়ার থেকেই সে সুবিধা করে নিতে পারবেন । নিজের ভারা করে লোক রাখতে হবে না । প্রথমেই অনলাইন ব্যাংকিং রাখার কোন প্রয়োজন দেখি না, কারন খুব কম মানুষ অনলাইনে পেমেন্ট করে থাকে । তবে দুরের মানুষ গুলোর জন্য বিকাশ এবং ডিবিবিএল মোবাইল ব্যাংকিং রাখতে হবে কারন দূরে আপনি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন না ।

তাহলে দুরের প্রোডাক্ট কিভাবে দিবেন ? দুরের প্রোডাক্ট দিতে পারেন কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে । কারন তাঁরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে । নিজে মাঠে না নামলে আসলে সঠিক জিনিষ পাওয়ার সম্ভবনা কম থাকে । কিন্তু আমরা যা দেখলাম, তা হল ভালো প্ল্যান নিয়ে এগোলে আপনি ১ লাখ টাকা দিয়ে অনেক ভালো ভাবে একটি ই-কমার্স বিজনেস রান করতে পারবেন । এবার নিজেদের প্রমট করি ? আমরা শুধু প্রোডাক্ট সেল করছি, তা না ।

আমরা অনলাইনে যারা নিজেদের সাইট চালান, তাঁদের জন্য একটা সিস্টেম ডেভলপ করেছি, যেটা থেকে সাইট ওনার ইনকাম করতে পারবে । সিস্টেম টা হল, আপনি আমাদের সাইট এ এফিলিয়েট মেম্বার হিসেবে রেজিস্টার করবেন । তখন আপনার জন্য একটি আইডি জেনারেট হবে । আপনার সাইট এ আমাদের সাইট বা আমাদের প্রোডাক্ট এর অ্যাড থাকবে, সেই অ্যাড এ ক্লিক করে যদি কেউ কোন পণ্য কেনে, তাহলে সাথে সাথে আপনার একাউন্ট এ ৭-১০% টাকা (প্রোডাক্ট মূল্যর) অ্যাড হবে । আপনার ইনকাম ডিপেন্ড করবে আপনার সাইট এর ভিসিটর এর সংখার উপর ।

যদি কেউ আমাদের এফিলিয়েট মেম্বার হতে চান, তাহলে কাইন্ডলি আমাকে ই-মেইল করুন এই ঠিকানায়ঃ সাথে আপনার নাম, ওয়েব সাইট অ্যাড্রেস ও ফোন নাম্বার দিতে ভুলবেন না । এই যাহ্‌, সাইট এর অ্যাড্রেস দেই নাই এখনও !! http://www.ladyiconic.com । এটা আমাদের সাইট, কেমন হইসে, মন্তব্য করে জানালে খুশি হবো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.