আমাদের কথা খুঁজে নিন

   

কলমের মল

সন্ধি মুহিদ

১। এখন আমি আবার কবিতা লিখতে পারব, আমার বুকে এখন শূন্যতা রয়েছে, কবিতা লেখার সেটাই শ্রেষ্ঠ রসদ। কীভাবে? এই মাত্র বুকে গজানো ভালোবাসার চারা শেকড়সুদ্ধ উপড়ে ফেলেছি দিয়ে! মিথ্যা আমি সইতে পারি না, প্রতারণা আমি বইতে পারি না। আমার কী দোষ বলো! ২। আমার কণ্ঠে জমেছে বাষ্প, বুকে জমেছে মেঘ, চোখে বৃষ্টিজল আমার কিছু দুঃখ রঙের কষ্ট ছিলো রঙধনুতে ঝরছে কান্না অবিরল। ৩। চোখ থেকে আজ বৃষ্টি ঝরে, মেঘ না! বৃষ্টি জমে বুক ভাসিয়েছে মেঘনা! ৪। তবুও আমাকে ঘিরে অজস্র একাকীত্ব তবুও মানুষের ভিড়ে আমার চারপাশে শূন্যতা মাথার ভেতরের দুনিয়াটা দুলে কেঁপে ওঠে ফুলে ফেঁপে ওঠে ঠাইঁহীনতার ছাপ ঝড়ো হাওয়ায় কবে না জানি উল্টে পড়ি আমার মনকে তবে কি কেউ আশ্রয় দেবে না? ৫। তীর্থের কাকের মত অপেক্ষা করি- অন্তত এক ফোঁটা ভালবাসার জন্য! এক ফোঁটা ভালোবাসা আমার কাকচোখে বরণ করে নেব, কেঁদে তো চোখের জল শুকিয়েই ফেলেছি সব, একটু নাহয় ভিজিয়ে নিই আবার, কাঁদতে তো হবেই আবার খুব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।