আমাদের কথা খুঁজে নিন

   

একটি ইকোনো কলমের আত্বকাহিনী

আমি সাধারন মানুষ, সাধারন কিছু চিন্তা আমার এগুলো নিয়েই তো আমি

সেই ৮০'র দশকের পরে, আমি বাস করতাম সারা বাংলা জুড়ে । আমার সাথে ছিল আমার পাড়াতো ভাই অ আ ক খ । আমারা দুজনে সাচ্ছন্দেই দিন কাটাচ্ছিলাম । কত মেধাবি ছেলের প্রিয় সঙ্গী হয়ে রাত দিন সাহায্য করেছি , কত কবির মনের কথা কাগজের পাতায় লিখিয়েছি , কত প্রেমিক -প্রেমিকার প্রানের কথা হয়ে কাগজের ওপর ভর করে পাড়ি জমিয়েছি । আবার মায়ের বুকের কথা গুলো পৌছে দিয়েছি দূর দেশে তার ছেলের কাছে, "খোকা তুই কবে আসবি" শুধু তাই নয় আমার এক জীবনে মানুষ আমাকে উপহার হিসেবেও বিবেচনা করত, কিন্তু আজ, কিন্তু আজ আমি পড়ে আছি আলমারীর নিচে, প্রায় ৭-৮ বছর ধরে আমি এখানেই বাস করছি ।

কেউ আমার দিকে একটিবার ফিরেও তাকায়নি। মাঝখানে একবার বড় মিয়ার ছোট্ট পাজি ছেলেটি বল খুজতে ঢুকেছিল খাটের নিচে , আর ওমনিতেই আলমারির নিচে অযত্নে, অবহেলায় পড়ে থাকতে দেখে আমার প্রতি ওর মায়া হলো। আমাকে সে কুড়িয়ে নিল । অবশেষে আমাকে রাখল তার দামি কলমদানিতে , কিন্তু অনেক দিন মুখের ভাষা বের করা হয়নাতো, তাই লজ্জা লাগছিল দামি কলমদানিতে থাকতে । পরিশেষে মনটায় ভালো লাগল এই ভেবে যে, এবার আমি আর লিখি নি আমাকে নিয়েই লিখা হলো........................... হো হা ..হা ....হা .....হা ।

আজ আমি স্বাধীন, আমার কোন দায়িত্ব নেই আমি স্বাধীন, আজ আমি স্বাধীন , আজ আমি স্বাধীন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.