আমাদের কথা খুঁজে নিন

   

মস্তিষ্ক স্ক্যান করবে নিউরোক্যাম by skt

মানুষের মস্তিষ্ক স্ক্যান করে তার চিন্তা-ভাবনা এবং ভবিষৎ বলে দিতে পারবে নিউরোক্যাম এবং এতে ব্যবহারকৃত অ্যাপ্লিকেশন। শুধু স্ক্যান করাই নয়, পাওয়া তথ্য সংরক্ষন করে রাখতেও পারবে এটি। খবর প্রযুক্তি বিষয়ক সাইট মাশাবেল ডটকমের।
সাম্প্রতি জাপানের ইকোহামাতে হিউম্যান সেনসিং ২০১৩ সম্মেলনে এ সিস্টেমটি আইফোনে ব্যবহার করে মাথায় একধরনের স্টান্ড ব্যবহার করে দেখানো হয়।
বিশেষ ধরনের স্টান্ড ব্যবহার করে নিউরোক্যাম এবং নতুন অ্যাপ্লিকেশন যক্ত আইফোন মাথার সাথে সংযুক্ত করা হয়।

এরপর কতমিনিট স্ক্যান করা হয়ে তা দেখানোসহ ফুটেজ রেকর্ড করতে পারবে এটি।
জানা গেছে, হেডসেটটিতে ইইজি সেন্সর সংযুক্ত করা হয়ে যা মতিষ্ক স্ক্যান। নিউরোক্যাম আইফোন অ্যাপ্লিকেশনটিতে ইইজি তথ্য ১ থেকে ১০০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যখন তথ্য ধারন ৬০ এ আসবে তখন ফোনের ক্যামেরা রেকর্ড করা শুরু করবে। পাঁচ সেকেন্ড অন্তর অন্তর ফুটেজ ধারন করবে এবং তা একটি অ্যালবামে সংরক্ষন করবে।

যা পরবর্তীতে দেখা যাবে। -
plz visit my blog -sabbirkhantamim.blogspot.com

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।