আমাদের কথা খুঁজে নিন

   

মস্তিষ্ক

আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা ।

ধূসর যেই ক্ষণে অতীতে ঘটে যাওয়া বিস্মরণযোগ্য প্রতিটি ঘটনাকে ভীড়ের কারণে বাসস্টপের ছাউনীতে জায়গা না পেয়ে একা বৃষ্টিতে ভিজতে বাধ্য হবার মতো যন্ত্রনাদায়ক বলে মনে হয় সেই ক্ষণ পরদিন সকালের সূর্যের আলোতেও নিজস্ব স্বকীয়তা হারায়না । টিমটিম করে জ্বলতে থাকে । মোমবাতির জ্বলন্ত যেই সৌন্দর্য্যে মোহিত হতে হতে একসময় তা ক্ষয়িষ্ণু হতে হতে অতঃপর অস্তিত্বহীন হয়ে অনুভবের জগতে অপরিসীম দ্বন্দ্বের ছাপ রেখে যায় তার বজ্র কঠিন আঘাতে খোদ মস্তিষ্কের আয়ু কমে যেতে থাকে নিঃশব্দে , সাড়াশব্দহীন অনাড়ম্বরে । অথচ ঘাস , ফুল , লতা-পাতা , পাখি , অপত্যস্নেহ , মমতা , প্রেম-ভালোবাসা , রমণ , বংশবৃদ্ধি , বৈষয়িক প্রাপ্তির সুখ অনুভবের মর্মমূলে যেই সাদা , ছোট থিকথিকে মগজ তাকে দেখে রাখার কেউ নেই ।

ঠিক যেন ইট চাপা ঘাসের মতো । দিনের পর দিন চাপা দিয়ে রাখতে রাখতে একসময় জীর্ণ অবয়বে আমাদের চোখের সামনে এসে দাঁড়ালে আমরা বিষাদ অনুভব করার ভান করি । হ্যা ভানই করি কেবল । যখন ঘাসগুলোকে মাড়িয়ে দেওয়া হয় তখন কেউ কনামাত্র শব্দও করিনা । বেদনার অস্ফূট কোন ধ্বনিও সেই সময়ে উচ্চারিত হয় কিনা তার কোন সদুত্তর নিজের কাছেও নেই , থাকেনা ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।