আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডের হতাশা

'আমরা সবাই খুব হতাশ। কেবলমাত্র আজকের (গতকালের) ম্যাচটার জন্যই নয়, পুরো সিরিজের জন্যই। ৩-০ ফল খুবই হতাশার।' এভাবেই গতকাল ব্রেন্ডন ম্যাককালামের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করা মিলস সংবাদ সম্মেলনে এসে নিজের অনুভূতি ব্যক্ত করলেন। নিউজিল্যান্ড খুবই ভাল ক্রিকেট খেলছে। ইংল্যান্ড এবং দৰিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিকে তারা চলতি বছরেই পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে। এই দুর্দানত্দ নিউজিল্যান্ডই ৩-০ বাংলাওয়াশে বিধৌত হলো! তিন বছর আগে ৪-০'র বেদনা ভুলতে এসে আরো একটি বেদনাই সঙ্গী করে নিল বস্ন্যাক ক্যাপসরা। এর কারণটা ব্যাখ্যা করলেন মিলস। 'বাংলাদেশকে কৃতিত্ব দিই আমরা। তারা অসাধারণ ক্রিকেট খেলেছে।'

নিউজিল্যান্ডকে আরো একটি সিরিজ খেলতে হবে কিছুদিনের মধ্যেই শ্রীলঙ্কার সঙ্গে। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের স্মৃতিটা সেখানেও তো ভোগাবে! মিলস অবশ্য তেমনটি মনে করছেন না। 'আমরা সবকিছু থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করি। বাংলাদেশ থেকেও অনেক কিছু শিখেছি। সবকিছুকে ইতিবাচকভাবেই দেখছি আমরা।' নিউজিল্যান্ডের সত্যিকারের রূপটা এমনই। জয়ের উন্মাদনায় তারা যেমন আহ্লাদিত হয় না খুব বেশি আবার তেমনি পরাজয়ের বেদনায় মুষড়ে পড়ে না। তবে নিউজিল্যান্ড দল যে ড্যানিয়েল ভেট্টরিকে খুব মিস করছে তা আবারো স্মরণ করিয়ে দিলেন মিলস। সেই সঙ্গে জানিয়ে দিলেন, নিউজিল্যান্ডের তরম্নণরাও ভাল করছে। এই দলটাই হয়ত পরবর্তী সিরিজে দুর্দানত্দ সব জয় উপহার দিবে। মিলস বলছেন, 'আমরা দারম্নণ ক্রিকেট খেলি। এটা প্রমাণ করার জন্য হয়ত মাত্র একটা সিরিজই প্রয়োজন।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.