রাজধানীর শাপলা চত্বরে ২৪ ডিসেম্বর হেফাজতে ইসলামের মহাসমাবেশ হবেই বলে শক্ত অবস্থানের কথা জানিয়েছেন সংগঠনের নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে জামেয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতের নায়েবে আমির নূর হোসাইন কাসেমী এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মাহফুজুল হক, মাওলানা আবুল হাসনাত আমিনী, যুগ্ম সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম।
মাওলানা কাসেমী জানান, হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ হবে। তিনি বলেন, হেফাজত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে না। কাজেই বিরোধী দলের চলমান রাজনৈতিক কর্মসূচি আর আমাদের ইমানি কর্মসূচি এক নয়। কিন্তু সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে হেফাজতের প্রতিটি কর্মসূচিতে বাধা দিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানকে ক্ষেপিয়ে তুলছে। তিনি বলেন, এ দেশ ইসলাম, মুসলমান ও প্রকৃত দেশপ্রেমিকদের। আন্দোলনের নামে রঙ্গলীলায় মত্ত নাস্তিকদের কোনো বিশৃঙ্খলা এ দেশের ধর্মপরায়ণ মুসলমানরা সহ্য করবে না। এ সময় তিনি সরকারের কাছে ৫ মে'র 'গণহত্যার' স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও আল্লামা মুফতি ওয়াক্কাস, মুফতি হারুন ইজহার ও মুফতি সাখাওয়াতসহ আটক নেতাদের মুক্তির দাবি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।