সনত জয়সুরিয়া, শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। ক্রিকেট ছেড়েছেন বেশ অনেকদিন। এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। শ্রীলঙ্কান পার্লামেন্টের সদস্য। ক্রিকেট ছেড়ে দিলেও ক্রিকেটারদের সঙ্গ ছাড়েননি এই পিঞ্চ হিটার। শ্রীলঙ্কান ক্রিকেট দলের প্রধান নির্বাচকও তিনি। নিজে বিশ্বকাপ জিতেছেন। তবে স্বাদ নেওয়া হয়নি টি-২০ বিশ্বকাপের। শর্টার ভার্সানের বিশ্বকাপের পঞ্চম আসর এবার বসছে বাংলাদেশে। এবারের আসরের অন্যতম ফেবারিট দলটি। আসরে দ্বীপরাষ্ট্রের মূল ভরসা দুই অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধন ও কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপ খেলতে দুজনই এখন ঢাকায়। এই আসর খেলেই দুজনে বিদায় জানাবেন টি-২০ ক্রিকেটকে। সাঙ্গাকারা দেশ ছেড়ে ঢাকা আসার পথে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। মাহেলা ঢাকায় এসে বন্ধুর পথ অনুসরণ করেন। দুই অভিজ্ঞ ক্রিকেটারের এমন সিদ্ধান্তে হতাশা ঝড়ে পড়েছে প্রধান নির্বাচক জয়সুরিয়ার কণ্ঠে। কোনো ভাবেই মানতে পারছেন না, তাকে না জানিয়ে মাহেলা ও সাঙ্গাকারার অবসর নেওয়ার বিষয়টি। সাঙ্গাকারা এখন পর্যন্ত টি-২০ ম্যাচ খেলেছেন ৫০টি। কোনো সেঞ্চুরি নেই। হাফসেঞ্চুরি ৭টি। রান ১৩১১। মাহেলা ৪৯ ম্যাচে রান করেছেন ১৩৩৫। সেঞ্চুরি একটি এবং হাফসেঞ্চুরি ৮টি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।