পুলিশের উপপরিদর্শন (এসআই) শাজাহান হত্যার ঘটনায় করা মতিঝিল থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা গত ৫ মে আসামিদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। ওই দিন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গতকাল রিমান্ড শুনানি হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান জামিন নাকচ করে রিমান্ডের এই আদেশ দেন। এ ছাড়া হেফাজতের ঘটনায় করা অন্য দুটি মামলায় হান্নান শাহকে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে হাকিম সেই আবেদন নাকচ করে ১০ কার্য দিবসের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। গত ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। দিনভর তাণ্ডব ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে। এসব ঘটনায় তিনটি হত্যা মামলাসহ মোট ১৬টি মামলা করে পুলিশ। এই মামলায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতাদেরও আসামি করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।