আমাদের কথা খুঁজে নিন

   

হাতিয়ায় অজ্ঞাত তিন লাশ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় ৩ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাবি্ব জানান, গতকাল দুপুর ১২টার দিকে চরকিং ইউনিয়নের বগুলার খাল থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। এরপর বিকাল ৩টার দিকে কিল্লার খাল থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়। তবে লাশগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয় লোকজন জানান, রবিবার সকাল থেকে মেঘনা নদীর বাদশা মিয়া গ্রাম, চেয়ারম্যান ঘাট, বৌবাজার, ওহাবের খাল ও হরিণ বাজারসহ বিভিন্ন স্থানে অজ্ঞাত পরিচয় কয়েকটি লাশ ভাসতে দেখা গেছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, লাশের সন্ধানে নদীতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে তিন দিন ধরে লাশ ভাসছে। ওয়ার্কার্স পার্টির হাতিয়া উপজেলা শাখার সম্পাদক সুখচরের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, রবিবার সকাল থেকে বাদশা মিয়া গ্রামের উত্তর পাশে মেঘনা নদীর তীরে একটি লাশ নিয়ে কুকুরের টানা-হেঁচড়া তাদের চোখে পড়ে। দুপুরে গ্রামের পশ্চিম পাশের নদীতে আরও একটি লাশ দেখা যায়। মধ্য চর আমানুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র দাস জানান, শনিবার বিকালে বৌবাজারের পশ্চিম পাশের মেঘনায় তিনটি লাশ ভাসছিল। সুখচর ইউনিয়নের মিরাজ গোয়াল জানান, শনিবার দুপুরে হরিণ বাজারের পশ্চিম পাশে মেঘনায় দুটি লাশ ভাসতে দেখেছেন তিনি। রবিবার বিকাল ৫টায় সুখচর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জেলেদের জালে একটি লাশ আটকা পড়ে। পরে লাশটি পানিতে ফেললে জোয়ারের পানিতে উত্তর দিকে ভেসে যায়। মিরাজ গোয়াল এবং অন্যরা জানান, তারা শুক্রবার বিকালে চর আমানুল্লাহ গ্রামের পশ্চিম পাশের মেঘনায় চারটি লাশ ভাসতে দেখেছেন। উৎসুক স্থানীয় লোকজন লাশ দেখার জন্য মেঘনার পাড়ে পাড়ে ঘুরছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.