টেস্ট সিরিজে পরাজিত না হলেও দুই ম্যাচেই ড্র নিউজিল্যান্ডের জন্য পরাজয়ের চেয়ে কম কিছু ছিল না। আর ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে পরাজয়ের ঘটনা তো তাদের তিন বছর আগের ক্ষতে নতুন করে রক্ত ঝরাল। তারপরও নিউজিল্যান্ড মাথা নোয়ানোর মতো দল নয়। বাংলাদেশ ছাড়ার সময় তারা এ আত্দবিশ্বাস নিয়েই যেতে চায়, শ্রীলঙ্কায় ভালো কিছু করার সুযোগ পাবে। গতকাল এক সংবাদ সম্মেলনে কলিন মুনরো এমন দৃঢ়তাই ব্যক্ত করলেন। 'একটি লম্বা ট্যুরের মাঝখানে এসেই মাথা নত করে দেওয়াটা হবে বোকামি। আমাদের হাতে এখনো অন্তত একটা ম্যাচ বাকি। আমরা যদি এ টি-২০ ম্যাচটা জিততে পারি তবে শ্রীলঙ্কা সফরের জন্য ভালো পুঁজি নিয়েই যেতে পারব।' এভাবেই বললেন মুনরো। টি-২০ নিয়ে নিউজিল্যান্ড একটু বড়াই করতেই পারে। বাংলাদেশের বিপক্ষে দুটি টি-২০'র দুটিতেই জয় পেয়েছে তারা। ২০১০ সালে প্রথমটিতে ১০ উইকেটের ব্যবধানে। দ্বিতীয়টিতে জয় পেয়েছে ৫৯ রানে। অতীতের কথা মনে রেখে কিছুটা আত্দবিশ্বাসী হলেও বাংলাদেশের শক্তিমত্তার বিষয়টাকেও ভুলে যাচ্ছে না নিউজিল্যান্ড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।