আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবাদে পথনাট্যোৎসব

সহিংসতার বিরুদ্ধে সোচ্চার সংস্কৃতি, সহিংসতার প্রতিবাদে জাগরণের হাতিয়ার পথনাটক। গতকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে পথনাট্যোৎসব। জাতীয় পথনাট্যোৎসব উদযাপন কমিটির আয়োজনে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং মাসব্যাপী ৭টি বিভাগে সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি শীর্ষক পথনাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকা বিভাগের আওতায় ২২-২৪ ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে ময়মনসিংহ শহীদ মিনারে। চট্টগ্রাম বিভাগে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ডিসি হলে। ৭ ও ৮ ফেব্রুয়ারি খুলনা বিভাগের উৎসব অনুষ্ঠিত হবে যশোর টাউন হল মাঠে। রাজশাহী বিভাগের উৎসব অনুষ্ঠিত হবে ১৮-২০ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের স্বাধীনতা স্কয়ারে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি সিলেট শহীদ মিনারে অনুষ্ঠিত হবে সিলেট বিভাগের উৎসব। ১৪-১৬ ফেব্রুয়ারি বরিশাল শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বরিশাল বিভাগের উৎসব। ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি রংপুর শহীদ মিনারে অনুষ্ঠিত হবে রংপুর বিভাগের পথনাট্যোৎসব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.