আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় আসতে পথে পথে বাধা, বাস-লঞ্চ বন্ধ

সারা দেশের সঙ্গে রাজধানীর নদী ও সড়কপথের যোগাযোগ অনেকটা বন্ধ হয়ে গেছে। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার আগামীকালের ঢাকায় সমাবেশের আগে মূলত এ ঘটনা ঘটল। গতকাল সন্ধ্যার পর থেকে ঢাকায় আসার এসব বাস ও লঞ্চ বন্ধ রয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিরোধীদলীয় নেতার ঘোষিত 'মার্চ ফর ডেমোক্রেসি' বাধাগ্রস্ত করতে সরকার ইচ্ছাকৃত এ সমস্যার সৃষ্টি করেছে। এ ছাড়াও গতকাল ঢাকার পথে রওনা দেওয়া অনেক নেতা-কর্মীর গাড়ি পথে আটকে দেওয়া হয়েছে। তবে পরিবহন নেতারা দাবি করেছেন, ১৮ দলীয় জোটের রবিবারের ঢাকামুখী অভিযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় তারা বাস ও লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ : গতকাল বেলা সাড়ে ১১টার পর থেকে দূরপাল্লার সব বাস বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন। তিনি বলেন, গতকাল সকাল পর্যন্ত বাস চলাচল করলেও ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় এবং রবিবারের কর্মসূচিকে ঘিরে ব্যাপক সহিংসতা এবং জ্বালাও-পোড়াওয়ের আশঙ্কায় দূরপাল্লার রুটের বাস মালিকরা বাস চালাতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে হঠাৎ এ ধরনের সিদ্ধান্তে সাধারণ যাত্রীরা পড়েছেন মারাত্দক ভোগান্তিতে। অপরদিকে দিনভর দূরপাল্লার রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন থাকলেও যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার জন্য বরিশাল ঘাটে ৪টি লঞ্চ প্রস্তুত বলে গতকাল সন্ধ্যায় জানিয়েছেন পারাবত-১০ লঞ্চের কর্মকর্তা নজরুল ইসলাম খান।

খুলনার বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা : বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-মাওয়া রুটে ঢাকাগামী যাত্রী পরিবহন চলাচল বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে বাধাগ্রস্ত করা হয়। এ কারণে গতকাল সকাল থেকেই এ রুটে পরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। তবে খুলনা থেকে পাটুরিয়া হয়ে ঢাকার যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম মঞ্জু বলেন, গণতন্ত্রের অভিযাত্রায় যেতে বাধা দেওয়ার জন্যই পরিবহন যোগাযোগ বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি বলেন, এসব বাধা উপেক্ষা করে ইতোমধ্যে খুলনা থেকে ১০ হাজার নেতা-কর্মী ঢাকা পেঁৗছেছেন।

রাজশাহী থেকে ১৮ দলের ঢাকা যাওয়া পণ্ড : রাজশাহী থেকে ঢাকা রুটের সব বাস বন্ধ হয়ে গেছে। গতকাল সন্ধ্যার পর বাস মালিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এদিকে রাজশাহীতে বৃহস্পতিবার পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় ১৮ দলের শীর্ষ নেতারা আগেই গা ঢাকা দিয়েছেন। যদিও তারা বলছেন, সমাবেশে যোগ দিতে ঢাকা গেছেন। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন জানান, কাল সন্ধ্যা পর্যন্ত তারা এ রুটে বাস চলাচল বন্ধ রাখবেন

রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার ধর্মঘট : রংপুর বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। চলবে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল মজিদ জানান, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আট জেলা থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস, কোচ, প্রাইভেট কার, জিপ চলাচল করবে না। তবে দূরপাল্লার পণ্যবাহী ট্রাক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল ধর্মঘটের আওতামুক্ত থাকবে। এদিকে রংপুর রেলস্টেশনের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক জানান, ঢাকাগামী আন্তঃনগর রংপুর এঙ্প্রেস চলাচল করবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সিলেটের নেতা-কর্মীদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে : ঢাকা অভিমুখী সিলেটের নেতা-কর্মীদের বহনকারী গাড়ি নরসিংদীসহ মহাসড়কের একাধিক স্থান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল সকালে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১০টি গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে গণপরিবহন ও রেলস্টেশন এলাকায়ও পুলিশ তল্লাশি জোরদার করেছে বলে জানা গেছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান অভিযোগ করেন, গতকাল ভোরে সিলেট থেকে কয়েকশ নেতা-কর্মী ঢাকার পথে রওনা দেয়। কিন্তু সিলেট টার্মিনাল এলাকা ও রেলস্টেশনে পুলিশ দিয়ে তল্লাশি করা হয়।

পটুয়াখালী থেকে লঞ্চ চলাচল বন্ধ : পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী ডাবল ডেকারের লঞ্চ এবং পটুয়াখালী-কুয়াকাটাসহ জেলার সব বাসস্ট্যান্ড থেকে রাজধানীগামী বাস চলাচল বন্ধ করা হয়েছে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক পটুয়াখালী টার্মিনালে নোঙর করা দোতলা লঞ্চের একাধিক স্টাফ জানান, পুলিশ প্রশাসনের কর্তারা এসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়তে বারণ করেছেন।

ঝালকাঠি থেকে যোগাযোগ বন্ধ : ঝালকাঠি-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চসহ সব পরিবহনের গাড়ি মালিক পক্ষের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় কাউন্টার প্রতিনিধিরা জানিয়েছেন। এদিকে কাঁঠালিয়া উপজেলা ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান মারুফ ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি আউয়াল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।

মৌলভীবাজারে পুলিশি বাধা : জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান জানান, সমাবেশে যোগদান করতে ১০টি শ্যামলী ও ১৫টি হানিফ বাসভাড়া করে রাখা হয়। কিন্তু পুলিশ বাস কাউন্টারে গিয়ে আপত্তি জানালে গতকাল সকাল ১০টায় বাস কাউন্টার থেকে দলীয় নেতা-কর্মীদের ফোন করে বুকিং বাতিল করা হয়েছে। এমনকি পতাকা তৈরির জন্য বিভিন্ন টেইলারিং দোকানে অর্ডার দেওয়া হলেও পুলিশ তা বাধা দিয়ে আটকে দিয়েছে। তবে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, যে যার মতো করে ওরা ঢাকা তো যাচ্ছে।

ইলিশা ফেরিঘাটে বাধা : ভোলা থেকে রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় যাওয়ার সব পথে বাস, সি-ট্রাক, লঞ্চ, ট্রলারসহ সব ধরনের যানবাহন গতকাল সকাল থেকে বন্ধ রয়েছে। ভোলা-লক্ষ্মীপুর রুটের এমভি মাহিমা লঞ্চের মাস্টারসহ অন্যরা জানান, গতকাল সকাল ৮টার দিকে ইলিশা ফাঁড়ির পুলিশ গিয়ে ইলিশা ঘাট থেকে লঞ্চ, ফেরি ও সি-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে। তাদের এ ঘাট থেকে আগামী ২ দিন লঞ্চ না ছাড়ার জন্য নির্দেশ দেয়। এ ব্যাপারে ভোলা ইলিশা তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এসআই আবু সাঈদ বলেন, লঞ্চ ছাড়তে পুলিশের পক্ষ থেকে কাউকে নিষেধ করা হয়নি।

ঝিনাইদহ : ঝিনাইদহ থেকে ঢাকাগামী সব পরিবহন গতকাল দুপুর ১২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ঝিনাইদহ থেকে ছেড়ে যাওয়া ২৬টি পরিবহনের বাস চলাচল করছে না। ফলে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.