পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন আইনজীবীরা। গতকাল ঢাকা আইনজীবীর সদস্যরা ঢাকার জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ যুব আইনজীবী সংঘ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। আইনজীবীরা বলেন, 'পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করুন। গ্রেফতার না করা হলে জনগণ রাস্তায় নেমে আসবে। হিন্দুদের ওপর যারা হামলা করেছে তাদের খুঁজে বের করুন। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে এসব সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করুন। এর আগে রামুতে বৌদ্ধ মন্দির পুড়িয়েছে সন্ত্রাসীরা। এরা জাতির শত্রু, হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে সন্ত্রাসীরা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যারা এসব হামলা করে তাদের বিচার হয় না। যে কারণে বছরের পর বছর এসব সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে আসছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।