রেলের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বাদী ও তদন্ত কর্মকর্তার জবানবন্দি দেওয়া শেষ হয়েছে। এতে জেরার জন্য ২৫ মার্চ সময় নির্ধারণ করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. আতাউর রহমানের আদালতে অসমাপ্ত জবানবন্দি দেন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা। এর আগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে ২৪ ফেব্রুয়ারি জবানবন্দি দেওয়া শুরু করেন তিনি। তবে গতকালই মামলাটি বিভাগীয় বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।
দুদকের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় বাদীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। এর আগে ৫ ফেব্রুয়ারি মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। অন্য আসামিরা হলেন সাবেক ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান এবং অবৈধভাবে নিয়োগের অপেক্ষায় থাকা দুই চাকরিপ্রার্থী আবুল কাশেম ও আনিসুর রহমান। হাফিজ ও কিবরিয়া এখনো পলাতক আছেন। তবে গতকালই মামলাটি বিভাগীয় বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।