মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হচ্ছে, মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল আকবরে প্রকাশিত এমন একটি সংবাদ অস্বীকার করেছে মিসরীয় সরকার। কয়েক দিনের মধ্যে মুসলিম ব্রাদারহুডের এনজিও রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে বলে দেশটির সলিডারিটি মিনিস্টারের মুখপাত্র হানা মাহানার উদ্ধৃতি দিয়ে গতকাল জানিয়েছিল আল আকবর।
কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই মিসরের প্রধানমন্ত্রীর দফতর থেকে শেরিফ শাবকি বিবিসিকে বলেছেন, সলিডারিটি মিনিস্টার এমন কোনো সিদ্ধান্তের ঘোষণা দেননি।
১৯২৮ সালে প্রতিষ্ঠিত ইসলামপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুডকে ১৯৫৪ সালে নিষিদ্ধ করেছিল মিসরের তৎকালীন সেনা সরকার।
তারপর থেকে ২০১১ সালে মিসরের সাবেক সেনাশাসক হোসনি মোবারকের পতনের আগ পর্যন্ত নিষিদ্ধ ছিল মুসলিম ব্রাদারহুড। মোবারকের পতনের পর প্রকাশ্যে কার্যক্রম শুরু করে ব্রাদারহুড। কিন্তু ব্রাদারহুডের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধীরা আদালতে মামলা করার পর মার্চে একটি বেসরকারি সংস্থা (এনজিও) হিসেবে নিবন্ধিত হয় সংগঠনটি। ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি নামে ব্রাদারহুডের নিবন্ধিত একটি রাজনৈতিক শাখা আছে। মোবারকের পতনের পর ২০১১ সালের জুনে রাজনৈতিক দল হিসেবে এটি নিবন্ধিত হয়।
এই পার্টির প্রার্থী হিসেবে মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হন ব্রাদারহুডের অন্যতম ব্যক্তিত্ব মুহাম্মদ মুরসি। কিন্তু এক বছর ক্ষমতায় থাকার পর কয়েক দিন ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ও রক্তপাতের সূত্র ধরে ৩ জুলাই তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।