আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ বেদির অনুষ্ঠানে তৃণমূল ছাত্রদের হামø

ভাষা দিবস পালনকে কেন্দ্র করে শহীদ বেদি ভাঙচুর ঐতিহ্যমণ্ডিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মহান একুশে দিবস উদযাপন করার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের শরত জন্মবার্ষিকী কমিটির। সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সিঁড়িতে প্রতীকী শহীদ বেদি বানিয়ে সেখানে ফুল, মালা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীরাসহ শরত কমিটির সদস্যরা। হঠাৎই ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত এসে তাদের ওপর চড়াও হয়। কমিটির অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত ছাত্র সংগঠনের একদল সদস্য এই ভাঙচুড়ের ঘটনায় জড়িত। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শরত কমিটির তরফে ভাষা দিবস পালনের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলে ছাত্র সংসদ। তাদের দাবি ভাষা দিবস আয়োজন করার অধিকার একমাত্র তাদেরই। বিষয়টি নিয়ে মুখ খোলেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। বিষয়টি তার অবগত নয় বলে দায় এড়িয়েছেন। যদিও নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.