৭ নভেম্বর কণ্ঠশিল্পী সাবরিনা হক সাবার জন্মদিন। আর এ উপলক্ষে ওইদিন আরটিভিতে দুপুর ১২টা ১০ মিনিটে বসুধা প্রতিদিনের গান অনুষ্ঠানটি সাজানো হয়েছে সাবার গাওয়া চারটি গানের ভিডিও দিয়ে। আর, একই দিন বিজয় টিভিতে রাত ১১টায় বসুধা গানের ছোঁয়া অনুষ্ঠানটিও সাজানো হয়েছে সাবরিনা হক সাবার গান দিয়ে। এ অনুষ্ঠানে থাকছে সাবার ৮টি গান। দুটি অনুষ্ঠানই পরিচালনা করেছেন সৈয়দ আলী আহসান লিটন।
গেল ঈদে সাবার প্রকাশিত 'অনলি সাবা' অ্যালবামের তিনটি মিউজিক ভিডিও থাকবে বসুধা গানের ছোঁয়া অনুষ্ঠানে। 'অনলি সাবা' অ্যালবাম দিয়ে আলোচনায় আসেন সাবরিনা হক সাবা। এ অ্যালবামে সাবার সঙ্গে ডুয়েট গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, ভারতের কণ্ঠশিল্পী জুবিনসহ অনেকেই। 'অনলি সাবা' অ্যালবামটি প্রকাশ করেছে সপ্তক অডিও ভিশন। এছাড়া,আজ গাজী টিভির 'আয়োজনে আমন্ত্রণে' থাকছে তার একক সাক্ষৎকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।