অ্যারন রামজের জোড়া গোলে সান্ডারল্যান্ডের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। তবে স্টোক সিটির মাঠে হতাশ হতে হয়েছে ম্যান সিটিকে। গোলশূন্য ড্র করেছে তারা।
সান্ডারল্যান্ডের মাঠে আর্সেনালের পক্ষে প্রথম গোলটি করেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ। একাদশ মিনিটের এই গোলটিতে সহায়তা করেন সদ্য রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দেয়া জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল।
আর্সেনালের হয়ে এটাই ছিল ওজিলের অভিষেক ম্যাচ।
৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা নিয়ে আসেন মিডফিল্ডার ক্রেইগ গার্ডনার। তবে ৬৭ ও ৭৬ মিনিটে ওয়েলসের মিডফিল্ডার রামজের দুই গোলে আর্সেনালের জয় নিশ্চিত হয়ে যায়।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্টও ৯, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।
এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট সমান হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তৃতীয়।
৭ পয়েন্ট করে নিয়ে চার ও পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবারের অন্যান্য ম্যাচে নিউক্যাসল ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে ও টটেনহ্যাম ২-০ গোলে নরউইচ সিটিকে হারিয়েছে এবং ফুলহ্যাম-ওয়েস্ট ব্রমউইচ ও হাল সিটি-কার্ডিফ সিটি ১-১ গোলে ড্র করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।