১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আপাতত আর্সেনাল লিগের শীর্ষে। সমান ম্যাচে চেলসির পয়েন্ট ৩৭।
বোলিন গ্রাউন্ডে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে স্ট্রাইকার কার্লটন কোলের গোলে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট হ্যাম। তবে ১১ মিনিটের এক ‘ঝড়’ উড়িয়ে নিয়ে গেছে স্বাগতিক দলকে।
৬৮ মিনিটে থিও ওয়ালকটের গোল সমতা নিয়ে আসার তিন মিনিট পর এই ফরোয়ার্ডের গোলেই এগিয়ে যায় আর্সেনাল। ৭৯ মিনিটে ‘গানার্স’ নামে পরিচিত দলটির জয় নিশ্চিত করেন জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কি।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির একমাত্র গোলটি বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের, ২৯ মিনিটের সময়।
বৃহস্পতিবার ইপিএলের অন্যান্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৫-১ গোলে স্টোক সিটিকে, সাউথহ্যাম্পটন ৩-০ গোলে কার্ডিফ সিটিকে, ফুলহ্যাম ২-১ গোলে নরউইচ সিটিকে, ক্রিস্টাল প্যালেস ১-০ গোলে অ্যাস্টন ভিলাকে ও সান্ডারল্যান্ড একই ব্যবধানে এভারটনকে হারিয়েছে এবং টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ১-১ গোলে ড্র করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।