আমাদের কথা খুঁজে নিন

   

আর্সেনালের ‘ঘাতক’ ফন পার্সি

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউর একমাত্র গোলটির জন্ম ২৭ মিনিটের সময়। ওয়েইন রুনির কর্নার থেকে ডাচ স্ট্রাইকার ফন পার্সির নিখুঁত হেডে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। সমতা ফেরানোর জন্য যথেষ্ট সময় পেলেও আর্সেন ভেঙ্গারের দল তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং গ্যালারিতে ক্লাব ইতিহাসের সফলতম কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের উপস্থিতিতে উজ্জীবিত ম্যান ইউ দ্বিতীয়ার্ধে আরেকটি গোল পেতে পারতো। কিন্তু ৬০ মিনিটের সময় রুনির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে স্বাগতিকদের পক্ষে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।

প্রতিপক্ষের মাঠে সব প্রতিযোগিতা মিলে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর এটাই আর্সেনালের প্রথম হার। এবারের ইপিএলে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেলেও প্রত্যেক দলের ১১টি করে ম্যাচ শেষে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। পরের তিনটি স্থানে সাউথহ্যাম্পটন (২২ পয়েন্ট), চেলসি (২১) ও ম্যান ইউ (২০)।

এভারটন ও টটেনহ্যাম হটস্পারেরও ২০ পয়েন্ট, তবে গোল গড়ে ম্যান ইউ’র চেয়ে পিছিয়ে আছে তারা। রোববার সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি নেমে গেছে অষ্টম স্থানে। গতবারের রানার্স-আপদের পয়েন্ট ১৯। ইপিএলের অন্য ম্যাচে স্টোক সিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে স্বাগতিক সোয়ানসি সিটি।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.